ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রতিমন্ত্রীর আশ্বাসে টেলিটক কর্মীদের আন্দোলন প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
প্রতিমন্ত্রীর আশ্বাসে টেলিটক কর্মীদের আন্দোলন প্রত্যাহার

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের আশ্বাসের পর টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টেওয়া) তাদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।

রাতে বাংলানিউজকে তিনি বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আগামী ১৫ দিনের মধ্যে দাবি-দাওয়া বাস্তবায়নের আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

একই সঙ্গে দু’দিনের ক্ষতি পুষিয়ে দিতে সাপ্তাহিক ছুটির একদিন সারা দেশে টেলিটকের সব কর্মী নিয়মিত অফিস করবেন।

অন্যান্য সরকারি সংস্থার মতো টেলিটকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২০১৫ সালের জুলাই মাস থেকে শতভাগ বৃদ্ধির দাবিতে রবি ও সোমবার গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করে অ্যাসোসিয়েশনের জোট।

কামরুজ্জামান বলেন, সাক্ষাতে প্রতিমন্ত্রী বেতন-ভাতার বিষয়ে টেলিটকের এমপ্লয়িদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ঘোষণা দেন এবং টেলিটকের সকল এমপ্লয়ীদের নতুন উদ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন।

তবে, তার আশ্বাস এবং নির্দেশের পরিপ্রেক্ষিতে সাক্ষাতের আগেই টেওয়া’র নেতারা চলমান আন্দোলন কর্মসূচি বাতিল ঘোষণা করেন।

তারানা হালিম অ্যাসোসিয়েশনের নেতাদের জানান, তিনি আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেননি। বরং তিনি টেলিটকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মোদ্যোগ বাড়ানোর লক্ষে স্বপ্রণোদিত হয়ে এ সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন। যা তিনি টেলিটক ম্যানেজমেন্টকে অবহিত করেছিলেন।

জবাবে অ্যাসোসিয়েমনের নেতারা জানান, প্রতিমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা টেলিটক ম্যানেজমেন্ট এমপ্লয়িদের অবহিত করেননি বরং কালক্ষেপণের মাধ্যমে দীর্ঘসূত্রিতা করছিলেন। যে কারণে এমপ্লয়িরা কর্মবিরতির মতো কর্মসূচি নিতে বাধ্য হয়েছিল। তবে, প্রতিমন্ত্রীর আশ্বাস এবং নির্দেশ পেয়ে টেওয়া নেতারা কর্মসূচি প্রত্যাহার করেন।

অ্যাসোসিয়েশনের নেতারা প্রতিমন্ত্রীকে জানান, দুইদিনের কর্মবিরতির কারণে যে ক্ষতি হয়েছে এমপ্লয়িরা অতিরিক্ত কাজের মাধ্যমে তা পুষিয়ে দেবে।

অ্যাসোসিয়েশ নেতারা ঘোষণা দেন, শনিবার (২৭ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও সারাদেশে টেলিটকের সব এমপ্লয়ি নিয়মিত অফিস করবেন।

নেতারা আরও জানান, টেলিটকের বেতন বৃদ্ধির কারণে টেলিটকের যে খরচ বৃদ্ধি পাবে, তার কয়েকগুণ এমপ্লয়িরা অতিরিক্ত কাজের মাধ্যমে পুষিয়ে দেবে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।