ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসএসডি-টেক’র প্রধান নির্বাহী হচ্ছেন হাসান মেহেদি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসএসডি-টেক’র প্রধান নির্বাহী হচ্ছেন হাসান মেহেদি

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসডি-টেক এর প্রধান নির্বাহী হিসেবে যোগ দিচ্ছেন হাসান মেহেদি।

তিনি আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে কাজ শুরু করবেন।

এফএমসিজি, মোবাইল ফোন অপারেটর, কনজ্যুমার ইলেকট্রনিক্স খাতে বিজনেস ডেভেলপমেন্ট এবং ট্রান্সফরমেশন লিডারশিপে হাসান মেহেদির দীর্ঘ ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিধারী হাসান মেহেদির আরো রয়েছে নেসলে বাংলাদেশ, রবি আজিয়াটা ও স্যামসাং বাংলাদেশের মতো র্শীর্ষ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা।

এসএসডি-টেক দেশ-বিদেশের বিপুলসংখ্যক গ্রাহক ও প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত বিভিন্ন সেবা দিয়ে থাকে। সম্প্রতি দেশীয় আর্থিক প্রতিষ্ঠান লংকা বাংলা ইনভেস্টমেন্ট এসএসডি-টেক এর বাজারমূল্য নির্ধারণ করেছে ৬৫ মিলিয়ন ডলার বা প্রায় ৫২৫ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।