ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭ সেপ্টেম্বর ‘স্পেশাল ইভেন্ট’ রেখেছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
৭ সেপ্টেম্বর ‘স্পেশাল ইভেন্ট’ রেখেছে অ্যাপল

ঢাকা: ‘স্পেশাল ইভেন্ট’র জন্য ইনভাইটেশন পাঠিয়েছে অ্যাপল। আগামী ৭ সেপ্টেম্বর (বুধবার) স্যান ফ্রান্সিকোতে ওই ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে অ্যাপল তার আইফোনের পরবর্তী ভার্সন ‘আইফোন ৭’ উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

একইসঙ্গে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি তার স্মার্টওয়াচ, ল্যাপটপের আপডেট ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

সোমবার (৩০ আগস্ট) ইনভাইটেশনটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট।  

এদিকে, ইনভাইটেশনের খবরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে তা হলে ‘আইফোন ৭’ নিয়ে। ইতোমধ্যে প্রযুত্তিবিষয়ক ওয়েবসাইটগুলো অ্যাপলের নতুন এ ফ্ল্যাগশিপ নিয়ে বিভিন্ন তথ্য জানিয়েছে। যা ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।

তবে কৌতুহলের সঙ্গে বাস্তবতা মিলিয়ে নিতে ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় (স্থানীয় সময়) চোখ রাখতে হবে স্যান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটরিয়ামে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।