ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশি তিন তারকা নিয়ে ইউসি ব্রাউজারের ক্যাম্পেইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
বাংলাদেশি তিন তারকা নিয়ে ইউসি ব্রাউজারের ক্যাম্পেইন

ঢাকা: বাংলাদেশি তিন তারকাকে নিয়ে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে ইউসি ওয়েব বা ইউসি ব্রাউজার।
 
আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের পোর্টফোলিও কোম্পানিটি নিউজ ইন-এ প্রোডাক্ট ‘বিডি এক্সপ্রেস’ সাব্বির রহমান, শবনম ফারিয়া এবং সালমান মুক্তাদিরকে নিয়ে ক্যাম্পেইন শুরু করেছে।


 
তিন তারকার ফেসবুক লাইভ ভিডিও প্রকাশ করা নিয়ে একটি গণভোটের মাধ্যমে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে। বিডি এক্সপ্রেসে আর্টিকেল দেওয়া ছাড়াও তারকারা ইউসি ব্রাউজারের উপস্থাপনায় একটি অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, যেখানে ফ্যানরা এই তারকাদের নিউজে তাদের পছন্দ মতো ভোট করতে পারবেন।
 
মঙ্গলবার (৩১ আগস্ট) ইউসি ব্রাউজার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিজয়ী তারকা একটি ফেসবুক লাইভ ভিডিও প্রকাশ করবেন যেখানে তিনি ফ্যানদের সঙ্গে নিজের সফলতার গল্প করবেন এবং কীভাবে ইউসি নিউজ হাব ব্যবহারকারীদের জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলবে তা বলবেন।
 
আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের গ্লোবাল মার্কেটসের জিএম কেনি ইয়ে বলেন, নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির লক্ষে আমরা বাংলাদেশের তিন প্রধান ওপিনিয়ন লিডারদের অংশীদার হয়েছি। আমরা বিশ্বাস করি সাব্বির, শবনম এবং সালমানের সঙ্গে এই অংশীদারিত্ব ব্যবহারকারীদের ভালো মানের কন্টেন্ট দিতে সাহায্য করবে।
 
সাব্বির রহমান জাতীয় ক্রিকেটার, তিনি বলেন, বিডি এক্সপ্রেস অনেক সহজে ব্যবহারযোগ্য একটি প্ল্যাটফর্ম, এটি আমাকে সময়মতো স্পোর্টস আপডেট দেয় এবং সরাসরি খেলার স্কোর দেখা যায়।
 
বিডি এক্সপ্রেসের বিনোদন অংশের প্রতিনিধি শবনম ফারিয়া বলেন, এটি একটি অসাধারণ ব্যাপার, আমি আমার সব খবর বিডি এক্সপ্রেস থেকে পাই।

ব্যবহারকারীরা http://bit.ly/VoteforBD লিংক থেকে ভোটে অংশগ্রহণ করতে পারবেন।
 
প্রতিযোগিতায় ভোট দেওয়ার শেষ সময় আগামী ৫ সেপ্টেম্বর এবং ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।