ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের আয়কর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের আয়কর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং জাতীয় রাজস্ব বোর্ড (কর অঞ্চল ১৫, ঢাকা) এর উদ্যোগে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের আয়কর দাখিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বেসিস মিলনায়তনে সংগঠনের সদস্য প্রতিষ্ঠানসমূহের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে কর অঞ্চল-১৫ এর কর কমিশনার মাহবুবা হোসেইন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন পরিদর্শী অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার রনজীত কুমার সাহা ও মঞ্জু মান আরা বেগম।

বেসিসের পরিচালক উত্তম কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য রঞ্জন কুমার ভৌমিক।

এতে আরো উপস্থিত ছিলেন বেসিসের সহ-সভাপতি ফারহানা এ রহমান, পরিচালক সৈয়দ আলমাস কবীর, সাবেক সভাপতি ফাহিম মাশরুর ও বেসিসের অ্যাক্সেস টু ফিন্যান্স অ্যান্ড নিউ ইনভেস্টমেন্ট সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান শাহ ইমরাউল কায়ীশ।

দুইটি সেশনে অনুষ্ঠিত এই কর্মশালায় বেসিসের সদস্যভুক্ত দেড় শতাধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বেসিস সভাপতি বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০১৪ সাল পর্যন্ত এ খাতের আয়কর মওকুফ করা হয়েছে। কিন্তু সচেতনার অভাবে অনেকেই সময়মতো আয়কর রিটার্ন দাখিল করেন না। ফলে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়।

আয়কর নিয়ে বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো যাতে আর ভোগান্তিতে না পড়ে, সেই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীতেও ধারাবাহিকতা বজায় থাকবে।

মাহবুবা হোসেইন বলেন, সরকার বাংলাদেশকে ধারাবাহিকভাবে মধ্যম আয়ের দেশ ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে। এখানে তথ্যপ্রযুক্তি খাত অনেক গুরুত্ব বহন করছে।

আয়কর অব্যাহতির মাধ্যমে এ খাতের বৈদেশিক আয় বাড়িয়ে জিডিপিতে প্রবৃদ্ধি বাড়ানোর কার্যক্রম চলছে। তাই সংশ্লিষ্টদের সুযোগটি কাজে লাগাতে সরকারের কার্যক্রমে এগিয়ে আসা উচিত।

আয়কর অব্যাহতি থাকলেও অনেকের মাঝেই এই বিষয়ে ভীতি কাজ করে। এই কর্মশালার মাধ্যমে সেই ভীতি চলে যাবে বলে মনে করেন তিনি।

মূল প্রবন্ধ উপস্থাপনে রঞ্জন কুমার ভৌমিক আয়কর হার, এ সম্পর্কিত পলিসি, রিটার্ন জমাদান, নূন্যতম কর, বিনিয়োগ কর, ব্যক্তিগত করসহ এ সম্পর্কিত সকল বিষয় তুলে ধরেন ও অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।