ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে এলো সিম্ফনি ‘হেলিও এস২’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
বাজারে এলো সিম্ফনি ‘হেলিও এস২’ ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগের হ্যান্ডসেটের সাফল্যের ধারাবাহিকতায় ‘হেলিও এস২’ বাজারে এনেছে এডিসন গ্রুপ। প্রিমিয়াম ব্র্যান্ডের স্মার্টফোনটি উদ্বোধন করেন এডিসন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি শপিংমলে হ্যান্ডসেটটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এডিসন গ্রুপের মার্কেটিং বিভাগের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, হ্যান্ডসেটটিতে ৮ দশমিক ১৫ মিলিমিটার বডির থিকনেসের সঙ্গে যুক্ত হয়েছে ২ দশমিক ৫ ডি ওয়াটার ড্রপ গ্লাস।

তিনি বলেন, ফোরজি সুবিধার স্মার্টফোনটি ইতোমধ্যে বাজারে ছাড়া হয়েছে। আধুনিক সব প্রযুক্তির সংমিশ্রণ রয়েছে হ্যান্ডসেটটিতে।

বাচ্চাদের হাতে এখন আর ফোন দিয়ে চিন্তায় থাকতে হবে না। কারণ এতে আছে চাইল্ড মুড। পর্দায় ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস।

হ্যান্ডসেটটির কনফিগারেশনের বিষয়ে জানা যায়, এর ৫.৫ ইঞ্চি পর্দা হবে সম্পূর্ণ এইচডি। অপারেটিংয়ে থাকছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো (এম)। ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে সেলফিতে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৩ জিবি র‌্যামের স্মার্টফোনটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৩২ গিগাবাইট, যা ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
 
হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজোয়ানুল হক, এডিসন গ্রুপের হেড অব সেলস কাজী জহির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
ইউএম/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।