ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সহসাই বিশ্ব বাজারে বিক্রি হচ্ছে না গ্যালাক্সি নোট ৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
সহসাই বিশ্ব বাজারে বিক্রি হচ্ছে না গ্যালাক্সি নোট ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী একমাসেরও বেশি সময় বিক্রি বন্ধ থাকবে স্যামসাংয়ের বহুল সমালোচিত স্মার্টফোন গ্যালাক্সি নোট ৭।

তবে যারা এ স্মার্টফোনটি কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের শিগগির তা রিপ্লেস করা হবে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তবে পরিস্থিতি সামলে ২৮ সেপ্টেম্বর থেকে নিজ দেশের বাজারে হ্যান্ডসেটটি বিক্রি শুরু করা হবে। সেক্ষেত্রে নতুন ব্যাটারি সংযোজন করারও ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং।

এর আগে ব্যাটারি বিস্ফোরণ ‘কেলেঙ্কোরি’তে টালমাটাল হয়ে চলতি মাসের ২ তারিখে বিশ্ব বাজারে গ্যালাক্সি নোট ৭ বিক্রি বন্ধ করে দেয় স্যামসাং।

এমনকি নিজ দেশের বাইরে বিশ্বব্যাপী স্মার্টফোনটির ক্ষতিগ্রস্ত অনেক ব্যবহারকারীকে ক্ষতিপূরণেরও উদ্যোগ নেওয়া হয়।

কিন্তু ‘বিস্ফোরণ কাণ্ড’ দ্রুত ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে ব্যবহারকারীদের নোট ৭ ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেয় খোদ স্যামসাং-ই।

**‘সেই হ্যান্ডসেট’ ফের বিক্রি শুরু করছে স্যামসাং

তবে বিক্রি ধসে তাদের কী পরিমাণ ক্ষতির সম্ম‍ুখীন হতে হচ্ছে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

এদিকে কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, ২১ অক্টোবরেই যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করা হবে ‍সমালোচিত স্মার্টফোন গ্যালাক্সি নোট ৭। আর সেদিনই বাজারে আসছে এলজি’র অত্যাধুনিক ভি২০ স্মার্টফোন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।