ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে তৈরি হবে হুয়াই’র হ্যান্ডসেট

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
ভারতে তৈরি হবে হুয়াই’র হ্যান্ডসেট

ঢাকা: আগামী মাস থেকে ভারতে হ্যান্ডসেট তৈরির ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই। চেন্নাইয়ে ফ্ল্যাক্স ম্যানুফেকচারিং প্ল্যান্টে কোম্পানিটি তাদের ‘হনর’ মডেলের একটি ফোনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করবে।

এ বিষয়ে হুয়াই জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে চেন্নাইয়ে ফ্ল্যাক্স ম্যানুফেকচারিং কারখানায় ‘হনর’ মডেলের একটি হ্যান্ডসেটের উৎপাদনের মাধ্যমে ভারতে আমাদের কার্যক্রম শুরু হবে।  

কারখানাটিতে ২০১৭ সালের শেষ নাগাদ ৩০ লাখ ইউনিট হ্যান্ডসেট উৎপাদন সম্ভব হবে বলে কোম্পানির পক্ষ থেকে আশা করা হচ্ছে।

এছাড়া ভারতজুড়ে অন্তত দু’শ’ সেলস সেন্টার সার্ভিস চালুর মাধ্যমে এ কার্যক্রম আরো জোরদার করা হবে, যার মধ্যে ৩০টি হবে ‘এক্সক্লুসিভ হুয়াই সার্ভিস সেন্টার’।

ভারতের তথ্য, আইন ও বিচার বিষয়ক মন্ত্রী রাভি শঙ্কর প্রসাদ বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’ কার্যক্রমে বিভিন্ন উদ্যোগ সরকারের নজরে এসেছে। ভারতকে ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।  

হুয়াই’র ভারতের প্রধান নির্বাহী জে চেন বলেন, গত প্রায় দেড় যুগ ধরে আমরা ভারতের মাটিতে অবস্থান করছি। দেশটির মাটিতে আমাদের পদচলা ‘দীর্ঘস্থায়ী’ করতে নতুন এ উদ্যোগ।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।