ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার নোট ২ বিস্ফোরণ, স্যামসাংয়ের সব ‘নোটে’ সর্তকতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এবার নোট ২ বিস্ফোরণ, স্যামসাংয়ের সব ‘নোটে’ সর্তকতা

ঢাকা: স্যামসাংয়ের নোট ৭ বিস্ফোরণ ‘কলঙ্ক’ এবার জড়ালো নোট ২ এর ‘ললাটে’। আর এতে নোট সিরিজের সব ধরনের ফোন ব্যবহারে সর্তকতা জারি করেছে ভারতের ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

 

একইসঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) তলব করেছে ডিজিসিএ।

ডিজিসিএ’র এক কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ রুটে চেন্নাইগামী একটি ফ্লাইটে যাত্রীর মাথার ওপর মালামালের ঝুঁড়িতে থাকা ব্যাগের মধ্যে ধোঁয়া দেখতে পান ক্রু। আগুন ধরে যাওয়ার আশঙ্কায় দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করেন।  

ওই ঘটনার পর উড়ন্ত অবস্থায় স্যামসাংয়ের সব ডিভাইস ব্যবহারে সর্তকর্তার কথা জানিয়ে ডিজিসিএ জানায়, যাত্রীরা যদি নোট সিরিজের কোনো ডিভাইস উড়ন্ত প্লেনে সঙ্গে নিতে চান তাহলে অবশ্যই তা বন্ধ অবস্থায় রাখতে হবে।  

এ ঘটনায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে ফোনটি হস্তান্তর করতে বলেছে ডিজিসিএ। বিষয়গুলো নিয়ে আগামী সোমবার স্যামসাং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে তারা।

গত মাসে বাজারে আসা নোট ৭ হ্যান্ডসেটের ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় সর্তকতা হিসেবে প্লেনে ফোনটি বন্ধ এমনকি চার্জ না দেওয়ার পরামর্শ দিয়েছিলে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ‘সম্মান’ বাঁচাতে ফোন বদল বা অর্থ ফেরতের উপায় জানায় কর্তৃপক্ষ।

এসব ঘটনায় ‘খেই’ হারানো স্যামসাং গ্রাহক আস্থা ফেরাতে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বাজারে ফের নোট ৭ বিক্রির সিদ্ধান্তের কথা জানায়। কিন্তু ২০১৩ সালে বাজারে আসা নোট ২ বিস্ফোরণ হয়তো সমীকরণে কিছুটা হলেও ‘ব্যাঘাত’ ঘটাতে পারে।

এ সংক্রান্ত আরও খবর
** গ্যালাক্সি নোট ৭ বিপর্যয়ে দিশেহারা স্যামসাং
***স্যামসাং নোট ৭ বিপর্যয়, ৯২ বিস্ফোরণে দগ্ধ ২৫
** নোট ৭ বিপর্যয়, নতুন স্মার্টফোন বা অর্থফেরত পাচ্ছেন গ্রাহকরা
** স্যামসাং নোট ৭ বিপর্যয়, ১০ লাখ ফোন সরাচ্ছে যুক্তরাষ্ট্র
** নোট ৭ ব্যবহার থেকে বিরত থাকতে বললো স্যামসাং

** ‘আপদ’ স্যামসাং নোট ৭ ফেরত দেওয়ার ধুম

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।