ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজে ছবি, মন্তব্য সরাতে ইউটিউবে ‘হিরো’ নিয়োগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
বাজে ছবি, মন্তব্য সরাতে ইউটিউবে ‘হিরো’ নিয়োগ

বর্তমান দুনিয়ায় ভিডিও দেখার সাইটের নাম নিলেই প্রথমে চলে আসে গুগল মালিকানাধীন ইউটিউবের নাম। এমন কোন ভিডিও নেই যা এখানে পাওয়া যায় না, আর সে জন্যই বুঝি এখানে ভালোর পাশাপাশি নষ্ট মানুষদের আনাগোনাও প্রচুর।

প্রচুর নজরদারি সত্বেও ইউটিউব নীতিমালা ভঙ্গ করে হরহামেশাই এখানে আপলোড করা হচ্ছে পর্ণোসহ বিতর্কিত সব ভিডিও। আবার জনপ্রিয় সব চ্যানেলের ভিডিওতে কিছু মানুষ লিখছে এমন কিছু মন্তব্য, যা পড়লে বিব্রত হতে হয় যে কোনো ব্যবহারকারীকে।

এবার তাই এমন বিশৃঙ্খলা থেকে ব্যবহারকারীদেরকে মুক্তি দিতে ইউটিউব হাতে নিয়েছে নতুন একটি কার্যক্রম। এই কার্যক্রমের নাম দেয়া হয়েছে ‘ইউটিউব হিরোস প্রোগ্রাম’।
গত ২২ সেপ্টেম্বর গুগলের ইউটিউব ব্লগে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে গুগল। এই কার্যক্রমের আওতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ দেবে ইউটিউব, যাদেরকে বলা হবে ‘হিরো’। এই হিরোদের কাজ হবে ইউটিউবে আপলোডকৃত বিতর্কিত ভিডিও এবং মন্তব্য চিহ্নিত করে তা ইউটিউব কর্তৃপক্ষকে অবহিত করা। পরে ইউটিউব টিম তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

কর্মদক্ষতা আর গুণগত মান বিচার করে এই ‘হিরো’দের কে আবার লেভেল-১ থেকে লেভেল-৫ পর্যন্ত গ্রেডে বিভক্ত করার ব্যবস্থা রেখেছে ইউটিউব কর্তৃপক্ষ। আর অবশ্যই কাজের স্বীকৃতি স্বরুপ হিরোরা পাবে ইউটিউবের কাছে আলাদা কদর।

তাদের জন্য থাকবে আলাদা ড্যাশবোর্ড, আর প্রয়োজনে তারা যোগাযোগ করতে পারবেন ইউটিউব কর্মকর্তাদের সাথেও।

কি সব শুনে হিরো হতে ইচ্ছে হচ্ছে? তাহলে নিচের লিংকে ক্লিক করে একবার চেষ্টা করে দেখুন না।
https://support.google.com/youtube/answer/7124236

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।