ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্যামেরাযুক্ত রোদচশমা নিয়ে আসছে স্ন্যাপচ্যাট

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ক্যামেরাযুক্ত রোদচশমা নিয়ে আসছে স্ন্যাপচ্যাট

নিজেদের ব্যবসার গন্ডি থেকে বের হয়ে নতুন কিছু করতে চাচ্ছে ম্যাসেজিং অ্যাপ প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট। তারই অংশ হিসেবে ক্যামেরাযুক্ত সানগ্লাস বা রোদচশমা উৎপাদনের কার্যক্রম হাতে নিয়েছে তারা।

ওয়াল স্টিট জার্নাল প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আসছে বছরের শুরুতেই স্ন্যাপচ্যাটের এই উদ্যোগ আলোর মুখ দেখবে।

এ ব্যাপারে স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ইভান স্পিগল ওয়াল স্টিট জার্নালকে বলেন, ক্যামেরাযুক্ত রোদচশমাটি আসলে খেলনা পণ্য হিসেবে বাজারে নিয়ে আসা হচ্ছে। এর আনুমানিক দাম হতে পারে প্রায় ১৩০ ডলার।

পণ্যটির কার্যক্রম সম্পর্কে বিশদভাবে জানা না গেলেও, শুধু এতটুকু জানা গেছে, এটি ব্যবহারকারীর চোখের ইশারার পরিপ্রেক্ষিতে ভিডিও করতে সক্ষম হবে। ব্যবহারকারীদের স্মার্টফোনের সাথে যুক্ত থাকবে এই রোদচশমা।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।