ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘জেনবুক ফ্লিপ ইউএক্স৩৬০সিএ’ উন্মুক্ত ভারতে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
‘জেনবুক ফ্লিপ ইউএক্স৩৬০সিএ’ উন্মুক্ত ভারতে

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস ঘোষণায় জানিয়েছে তাদের নতুন ‘জেনবুক ফ্লিপ ইউএক্স৩৬০সিএ’ মডেলটি ভারতের বাজারে উন্মুক্ত হয়েছে। দেশটির প্রথম সারির রিটেইলার এবং আসুস এক্সক্লুসিভ স্টোর থেকে গ্রাহকরা পণ্যটি সংগ্রহ করতে পারবেন।

সঙ্গে এও নিশ্চিত করা হয়েছে, ভারতের বাজারে এটি জেনবুকের প্রথম কোনো মডেল যার ফ্লিপেবল ডিসপ্লেতে ৩৬০ ডিগ্র্রি হিঞ্জ ফিচার অন্তর্ভূক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা ল্যাপটিকে ভাঁজ করে ট্যাবলেট মোডে যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন।

মাত্র ১.৩ কেজি ওজন আর ১৩.৯ মিমি পাতলা জেনবুক সিরিজের নতুন পণ্যটির ডিসপ্লে ১৩.৩ ইঞ্চি যেটি কিউএইচডি+ প্রযুক্তির।
হালক পাতালা গড়নের এই ল্যাপটপে রয়েছে ১২ ঘণ্টা পর্যন্ত কার্যক্ষম ব্যাটারি। হাল ফ্যাশানের দুটি কালারে (আইসিকল গোল্ড এবং মিনারেল গ্রে) এসেছে এটি।   যাতে ন্যাচারাল একটা সৌন্দর্য্য থাকছে।

এর ডিসপ্লেতে বেশী গুরুত্ব দিয়ে অধিক পিক্সেলের সমন্বয় করা হয়েছে ফলে প্রতি ইঞ্চিতে রয়েছে ২৭৯ পিক্সেল। বাজারের একই আকৃতির অনেক ল্যাপটপের তুলনায় যা ৪০ শতাংশের বেশি। ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের কোর এম স্কাইলেক প্রসেসরে ক্ষমতাসম্পন্ন এই ল্যাপটপে থাকছেনা কোনো ফ্যান। এর পরিবর্তে অধিকতর চিকন হিটপাইপ ব্যবহার করা হয়েছে।

এর অন্যান্য হার্ডওয়্যার ফিচারগুলোর মধ্যে আছে ৮জিবি এল পিডিডিআর ৩ ৠাম, ৫১২ জিবি এসএসডি। এছাড়া্ ব্যবহারকারীরা দুটি ইউএসবি ৩.০ টাইপ পোর্ট এবং রিভার্সিবল বা উল্টোদিকেও ব্যবহার করা যায় এমন পরবর্তী প্রজন্মের ইউএসবি ৩.১ টাইপ সি পোর্ট অন্তর্ভূক্ত করেছে। যার মাধ্যমে সহজে এবং দ্রুত সংযোগ দেয়া যাবে বর্তমান এবং আগামীর সব ডিভাইস।

জেনবুক ফ্লিপ  ইউএক্স ৩৬০ সিএ মডেলে সঠিকভাবে শব্দ হ্রাসের জন্য  মাইক্রোফোনও রয়েছে। ফলে ধারণকৃত শব্দ পরিষ্কারের পাশাপাশি উইন্ডোস কর্টানার সাথে ভয়েস ইন্টারৠ্কশন করতে পারবে ব্যবহারকারীরা। ল্যাপটপটির ভারতীয় মূল্য প্রায় ৪৭ হাজার রুপি।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।