ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন ৮’র হার্ডওয়্যার তৈরি হচ্ছে ইসরায়েলে!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
আইফোন ৮’র হার্ডওয়্যার তৈরি হচ্ছে ইসরায়েলে!

ঢাকা: অ্যাপল তার পরবর্তী ফ্ল্যাগশিপ ‘আইফোন ৮’ নিয়ে কাজ শুরু করেছে। এ লক্ষ্যে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি ‘চুপিসারে’ ইসরায়েলে হ্যান্ডসেটটির জন্য হার্ডওয়্যার তৈরি করছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো।

 

ধারণা করা হচ্ছে, আগামী বছর ‘আইফোন ৮’ উন্মুক্ত করবে অ্যাপল। ইতোমধ্যে হ্যান্ডসেটটির ফিচার নিয়ে প্রযুক্তি বাজারে গুঞ্জন শুরু হয়েছে।

তেমনি এক রিপোর্ট বলছে, হ্যান্ডসেটটির ডিসপ্লে হবে এজ-টু-এজ। যেখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচারগুলো সংযুক্ত থাকবে।

এর কিছু হার্ডওয়্যার ইসরায়েলের হার্জলিয়ায় (ইসরায়েলের উপকূলে অবস্থিত সমৃদ্ধ শহর) প্রস্তুতের কাজ চলছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা বলেন, আইফোন ৬এস ও ৭ এর তুলনায় আইফোন ৮ হবে ‘ব্যতিক্রম’। শহরের মাসকিট স্ট্রিট ১২-এ অ্যাপল এখন যা নিয়ে কাজ করছে তা হলো ‘আইফোন ৮’।

এদিকে অনেকে বলছে, স্বাভাবিকভাবেই আগের ধারাবাহিকতায় ২০১৭ সালে ‍অ্যাপল যে হ্যান্ডসেটটি ছাড়বে তা হবে ‘আইফোন ৭এস’। আইফোন ৮’র জন্য অপেক্ষা করতে হবে ২০১৮ সাল পর্যন্ত।  

সূত্র বলছে, আইফোন ৮’র ক্যামেরা হবে আরো উন্নত। তবে অ্যাপল হ্যান্ডসেটটি অবশ্যই ইসরায়েলে অ্যাসেম্বল করবে না।  

ইসরায়েলের হার্জলিয়া অফিসে প্রায় আটশ’ কর্মকর্তা রয়েছেন। চার বছর আগে তেল আবিব সিটি সেন্টার থেকে ১৫ কিলোমিটার উত্তরে অফিসটি চালু করে অ্যাপল। যা তাদের দ্বিতীয় বৃহত্তম অফিস।

ওই অফিসে চিপ, স্টোরেজ, ক্যামেরা এবং ওয়ারলেস টেকনোলজির উন্নয়নের জন্য রিসার্চ ‍অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ‍ডি) চালু রয়েছে বলে সূত্র জানিয়েছে।  

ক্যালিফোর্নিয়ার কুপারতিনোয় প্রধান সদর দফতর অ্যাপলের ইসরায়েলের উত্তরে হাইফা শহরে আরেকটি অফিস রয়েছে। যেখানে কর্মী সংখ্যা দু’শ’।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।