ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শাওমি’র অ্যান্ড্রয়েড টিভি, ফোরকে ‘মি বক্স’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
শাওমি’র অ্যান্ড্রয়েড টিভি, ফোরকে ‘মি বক্স’

যুক্তরাষ্ট্রের বাজারে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হলো শাওমি’র মি বক্স। অ্যান্ড্রয়েড টিভি ৬.০ সংস্করণ এবং ফোরকে প্রযুক্তির এই ডিভাইসের দাম ৬৯ ডলার।


কিন্তু শাওমির ওয়েবসাইটে নতুন ডিভাইসের তালিকায় মি বক্সের নাম থাকা সত্বেও গত সপ্তাহে ‘ওয়ালমার্টে, এটি তোলা হয়।

এ নিয়ে ইতিমধ্যে খবরও হয়েছে। এমনকি ৬৯ ডলারে বিক্রি হওয়ার তথ্যও আছে সেই খবরে। আর এখন ‌আনুষ্ঠানিক ঘোষণাতেও একই মূল্য পরিসীমা নিশ্চিত করা হয়েছে।
তথ্য মতে, যুক্তরাষ্ট্রের গ্রাহকরা মি ডট কম এবং ওয়ালমার্ট থেকে আধুনিক প্রযুক্তির মি বক্স কিনতে পারবেন।

অফিশিয়াল বিবৃতিতে শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট বলেছেন, শাওমির চলার পথে এটা উল্লেখযোগ্য একটা পর্যায়। কারণ যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে নিজেদের পণ্য সম্পর্কে জানানোর এই প্রথম সুযোগ। এখানকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শাওমি বিষ্ময়কর কিছু অর্জন করতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়, উদ্ভাবনা নিয়ে প্রতিশ্রুতি আমাদের সকলের জন্য। আমরা মনে করি প্রযুক্তির অসামান্য সাফল্য লাভের অধিকারী সবাই। মি বক্স হলো সেই প্রত্যয়ের ফল।

কিন্তু শাওমি’র পণ্যটি নিয়ে বেশ কিছু পর্যবেক্ষকের নেতিবাচক মন্তব্য রয়েছে।
আবার কারও মতে, মূল্যের দিক থেকে এটা সবচেয়ে উন্নতমানের স্ট্রিমিং ডিভাইস হিসেবে বাজারে সাড়া ফেলবে। কারণ প্রতি সেকেন্ডে অবিশ্বাস্যভাবে ৬০টি ফ্রেমে ফোরকে রেজ্যুলেশন স্ট্রিমিং করতে পারে এটি।

যেটা অ্যামাজন টিভি, রকু এবং অ্যাপল টিভিকে সম্পূর্ণভাবে তিরস্কার করার মতো। এ পণ্যগুলোতে ৬০টি ফ্রেম প্রতি সেকেন্ডে ১০৮০ পিক্সেল নিতে পারে।
মি বক্সের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ২ গিগাহার্জ কোয়াড কোর চিপ, মলি ৪৫০ জিপিইউ, ২ জিবি ৠাম।

এতে ব্লুটুথ রিমোর্টও থাকবে যাতে ভয়েস রিকগনিশন সুবিধা পাওয়া যাবে। এই প্রযুক্তি ভয়েস সার্চ এবং কমান্ড সমর্থন করে। এছাড়াও এই রিমোর্ট নিয়ন্ত্রকের কাজ করবে, যেমন ব্যবহারকারী গেম খেলতে চাইলে তা অ্যান্ড্রয়েড টিভিতে পেয়ে যাবে।

আর এতে মাত্র ৮জিবি স্টোরেজ থাকলে এর সমাধানও দিয়েছে চীনভিত্তিক প্রযুক্তিপণ্যের নির্মাতা। পণ্যটিতে ইউএসবি পোর্ট থাকায় আলাদা স্টোরেজ ডিভাইস সংযুক্ত করে প্রয়োজন মেটাতে পারবে ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।