ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পিক্সেল দিয়ে শক্ত অবস্থানে থাকতে চায় গুগল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
পিক্সেল দিয়ে শক্ত অবস্থানে থাকতে চায় গুগল

এতদিন ভার্চুয়াল দুনিয়ায় একচেটিয়া আধিপত্য করে গেলেও হার্ডওয়্যারের দুনিয়ায় তেমনটা করতে পারেনি গুগল। তাই উচ্চমানের হার্ডওয়্যার দিয়ে বাজারে শক্ত অবস্থান গড়তে তারা বদ্ধপরিকর।

সেই প্রতিজ্ঞা পুরণের লক্ষ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হলো গুগলের স্মার্টফোন পিক্সেল।

আর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বিশ্বজুড়ে ৪’শ বিলিয়ন ডলারের স্মার্টফোনের বাজারে আরেকবার নিজেদের নাম যুক্ত করলো সার্চ জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। যদিও এর আগে নেক্সাস দিয়ে মোবাইল দুনিয়ায় গুগলের আগমনটা খুব বেশী সুখকর হয়নি।

এবার তাই আটঘাট বেঁধে মাঠে নেমেছে। গুগলের সরাসরি তত্বাবধানে ফরমায়েশ অনুযায়ী ফোনটি প্রস্তুত করেছে তাইওয়ানের আরেক বিশ্বখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি।

দুটি মডেলে বাজারে ছাড়া হয়েছে গুগল ফোন যার একটি ‘পিক্সেল’ অপরটি ‘পিক্সেল এক্সএল’। কালো, রুপালি এবং নীল রংয়ে পাওয়া যাবে ফোনগুলে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অবধারিতভাবে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৭.১ নগাট। থাকছে গুগলের ভিডিও মেসেজিং অ্যাপ ডুয়ো ভিডিও, ক্যামেরার জন্য সবচেয়ে আধুনিক লেন্স, কোয়ালকম কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর।

ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরার লেন্স রেজ্যুলেশন ৮ মেগাপিক্সেল এবং পিছনে ১২.৩ মেগাপিক্সেল। মাত্র ১৫ মিনিট চার্জে ফোনটি ৭ ঘণ্টা সক্রিয় থাকতে পারে।
৫.৫ ইঞ্চি আকারের সদ্য প্রকাশিত পিক্সেল মূলত আইফোন, স্যামসাং আর আমাজনের মত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হলো। তাছাড়া সফটওয়্যার শিল্পে আগে থেকেই গুগলের অবস্থান অনেক উপরে, তাই হার্ডওয়্যারেও তাদের পথচলা অনেক সহজ হবে বলে মনে করছেন বিষেজ্ঞরা।

গুগল হার্ডওয়্যারের প্রধান রিক অস্টারলো নতুন কার্যক্রম সম্পর্কে রয়টার্সকে বলেন, আমরা যদি হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে একসাথে কাজ করি, তাহলে অনেক ভালো কিছু উদ্ভাবন করতে সক্ষম হবো।

উল্লেখ্য, ৩২জিবি ধারণ ক্ষমতার পিক্সেলের দাম ৬৪৯ ডলার এবং ১২৮জিবি’র পিক্সেল এক্সএল এর দাম ধরা হয়েছে ৮৬৯ ডলার।
ইতোমধ্যে ফোনটির প্রি অর্ডার শুরু হয়েছে।

একইদিন গুগল গৃহে ব্যবহারযোগ্য নতুন ইলেকট্রনিক্স প্রোডাক্টেরও ঘোষণা দেয়। যার মধ্যে রয়েছে স্মার্ট স্পিকার, ভার্চূয়াল রিয়েলিটি হেডসেট, নতুন ওয়ায়াফাই রাউটার।
এসব পণ্য প্রকাশ করাটা অ্যাপল, অ্যামাজন এমনকি অন্যান্য ফোন নির্মাতা প্রতিষ্ঠান যারা গুগলের অ্যন্ড্রয়েড অপারেটিং ব্যবহার করছে তাদের সাথে মুখোমুখি লড়াই করার সুস্পষ্ট আভাস দিচ্ছে বলেও মনে করা হচ্ছে।  

ক্যামেরা ফিচার বাদে গুগলের এই পিক্সেল সেভেন জেনারেশনের স্যামসাং আইফোনের সাথে মিল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।