ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার হ্যাকিং ঘটনার জন্য রাশিয়াকে সরাসরি দায়ী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
এবার হ্যাকিং ঘটনার জন্য রাশিয়াকে সরাসরি দায়ী

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে হ্যাকিং ঘটনা এবং নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে কাজ করছে রাশিয়া। এতোদিন শুধু রাশিয়ার বিরুদ্ধে এ অভিযোগ আকার ইঙ্গিতে করে আসছিল যুক্তরাষ্ট্র।

কিন্তু এবার সরাসরি অভিযোগের তীর ছুড়ে দেয়া হলো রাশিয়ার দিকে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক জেমস আর ক্ল্যাপার জুনিয়র এবং হোমল্যান্ড সিকিউরিটি যৌথ বিবৃতিতে এমন অভিযোগ করেন।

দ্য ওয়াশিংটন পোষ্টের খবরে সেই বিবৃতি তুলে ধরে বলা হয়, ফাঁসকৃত ইমেইল ও বিভিন্ন স্পর্শকাতর তথ্যসমূহ নানা ওয়েবসাইটে প্রকাশ করার দিকটিই প্রমাণ করে যে আমাদের নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করা হচ্ছে। আর এসব ঘটনার পেছনে প্রত্যক্ষ মদদ রয়েছে রাশিয়ার।

হ্যাককৃত ইমেইলগুলো যথাক্রমে ৩টি ওয়েবসাইটে প্রকাশ করা হয়, সাইটগুলো হলো উইকিলিকস, ডিসিলিকস ডটকম এবং গুচিফার ২.০। সাইটগুলোর মধ্যে উইকিলিকস অপেক্ষাকৃত পুরনো হলেও বাকী দুইটি সাইট একেবারে নতুন।

এই সাইটগুলোর সাথে রাশিয়ার গোয়েন্দা বিভাগের সম্পৃক্ততার বিষয়টিতেও নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের বিশ্বাস ঘটনার স্পর্শকাতরতা এবং গুরুত্বের উপর ভিত্তি করে বিষয়টিকে দেখভালের জন্য রাশিয়ার উর্দ্ধতন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে সেখানকার কিছু প্রতিষ্ঠান যুক্ত রয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। যদিও এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণাদি হাতে নেই বলেও স্বীকার করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই হিলারিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ইমেইল হ্যাকের জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছিল। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের নির্বাচনী সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে। আর এজন্যও অভিযোগের আঙ্গুল ছিল রাশিয়ার দিকেই।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।