ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্টান্ডঅ্যালন ইভেন্ট অ্যাপে সব ইভেন্ট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
স্টান্ডঅ্যালন ইভেন্ট অ্যাপে সব ইভেন্ট

স্টান্ডঅ্যালন ইভেন্ট নামে নতুন একটি অ্যাপ প্রকাশ হওয়ায় ব্যবহারকারীরা যে কোনো আমন্ত্রণের সাড়া এখন আরো ভালোভাবে দেয়ার সুযোগ পাচ্ছেন।

বর্তমানে ফেসবুকে যে ইভেন্ট ফিচার রয়েছে তা মাস হিসাবে বিশ্বের প্রায় ১০০ মিলিয়ন মানুষ ব্যবহার করে এটি।

জনপ্রিয়তা দেখে শনিবার মোবাইল ভার্সনে বিশেষভাবে স্ট্যান্ডঅ্যালন অ্যাপ প্রকাশ করে ফেসবুক।

প্রথমত আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন, অবশ্য খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডেও সুবিধাটি চালুর কথা জানানো হয়েছে।

এই অ্যাপের মাধ্যমে ফেসবুকের আসন্ন ও কাছাকাছি থাকা ইভেন্টের খবর জেনে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা।
আধুনিক আর স্বচ্ছ ইন্টারফেসের অ্যাপটি ব্যবহারকারীদের অনুভূতি বুঝে কাজ করতে সক্ষম। এজন্য ব্যবহারকারীদের ক্যালেন্ডারে দৃষ্টি দিয়ে তথ্যাদি ব্যবহার করে স্ট্যান্ডঅ্যালন। আর এভাবে ব্যবহারকারীদের অবসর সময় জানা, বিভিন্ন ইভেন্ট খুজে নিয়ে তালিকা তৈরি করে এটি।

যার ফলে আশপাশে কখন কি ঘটছে তা নজর এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না।
ইভেন্টস অ্যাপটির মাধ্যমে বন্ধুরা কোন সব ইভেন্টে যেতে আগ্রহী বা যাওয়ার পরিকল্পনা করছে তাও দেখা যাবে। কিন্তু আগে ফেসবুক নিউজ ফিড থেকে ইভেন্টের খবর জানা চরম অনিশ্চিত ছিল।  

ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার আদিত্য কুলওয়াল বলেন, প্রতি বছর শতশত মিলিয়ন ইভেন্টের খবর ফেসবুকে শেয়ার হয়। যেখানে না পাওয়ার একটা ভয় থাকে। তবে সপ্তাহের শেষে তোমরা নতুন কিছু খুঁজছো কিংবা

আশপাশে কি ঘটছে তা জানাতে এবং যেতে সাহায্য করবে এই ইভেন্টস।      

এছাড়া ব্যবহারকারী কোন সব ইভেন্টে আমন্ত্রিত বা সাড়া দিয়েছে তাও জানাবে এটি। কারণ ব্যবহারকারীর আগ্রহ বুঝে এটি ইভেন্ট লিস্ট তৈরি করে। আর এক্ষেত্রে অ্যাপটি অনুসরণ করে বন্ধুরা কোথায় যাচ্ছে, তাদের আগ্রহ অথবা যে পেজগুলোতে তুমি লাইক দিয়েছে সেসব তথ্যে।

এছাড়াও এতে সার্চ ট্যাব আছে যার মাধ্যমে ইভেন্টগুলোতে ঢু মারা যাবে। ইভেন্টকে সহজসাধ্য করতে অ্যাপটির গ্রুপ ফোর্থকামিং ইভেন্টসে তিনটি ক্যাটাগরি আছে: আজ, আগামীকাল এবং সপ্তাহ শেষে।  

ইভেন্ট অ্যাপে কাজগুলো হলেও ফেসবুকে তা প্রতিফলিত হবে। ফলে পারস্পরিক আগ্রহ কিংবা কোন ইভেন্টে কে যাচ্ছে তা জানা যাবে।

এতে বিল্ট ইন আছে ক্যালেন্ডার, যেখানে নতুন ইভেন্টস তৈরি করা যাবে।  

আপাতত যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়েছে স্ট্যান্ডঅ্যালন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।