ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সবার জন্য সার্বজনীন ফন্ট বানালো গুগল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
সবার জন্য সার্বজনীন ফন্ট বানালো গুগল

ইংরেজী ছাড়া অন্য ভাষায় কিছু লেখার চেষ্টা করলে, অনেকসময় মাইক্রোসফট ওয়ার্ডে তা বক্স আকারে দেখায়। এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই।

আর যারা বাংলা ভাষা ব্যবহার করেন তাদের তো হরহামেশাই এমন সমস্যায় পড়তে হয়।

কম্পিউটারে সাধারণত যে যে ভাষায় লিখতে চান, তার সঠিক ফন্ট না থাকলে কম্পিউটার সেই লিখাকে চিনতে পারে না, ফলে লেখাগুলো বক্স হয়ে যায়। আর নির্দিষ্ট ফন্ট ইনস্টল থাকলে তো ঝামেলা শেষ।

তবে এমন সমস্যা থেকে মুক্তি দিতে গুগল নিয়ে এলো সার্বজনীন ফন্ট । ওপেন সোর্সের আওতায় তৈরি এই ফন্টের নাম ‘নোটো’। এই ফ্যামিলি ফন্ট নোটো ৮’শ ভাষা সমর্থন করে, যার মধ্যে সন্নিবেশিত করা হয়েছে ১ লক্ষ ১০ হাজার অক্ষর।

গত পাঁচ বছর ধরে ফন্টটি তৈরিতে কাজ করছে গুগল, সাথে সহযোগি হিসেবে কাজ করেছে ফন্ট সংক্রান্ত প্রযুক্তি প্রতিষ্ঠান মনোটাইপ। এছাড়া এই কর্মযজ্ঞের সাথে ছিল এডোবি এবং এক ঝাঁক স্বেচ্ছাসেবী।

এই ফন্ট তৈরির ফলে এখন সকল প্রকার যন্ত্রে বিশেষ করে মোবাইল, কম্পিউটার, ট্যাব ও ল্যাপটপে বিভিন্ন ভাষার তথ্য খুব সহজেই পড়া সম্ভব হবে।

এছাড়া গুগল মনে করছে এই ফন্ট তৈরির ফলে লুপ্ত প্রায় অনেক ভাষা খুব সহজেই সংরক্ষণ করা সম্ভব হবে।

ফন্টটি গত বৃহস্পতিবার থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। ৪৭২.৬ মেগার পূর্ণাঙ্গ ফন্টটি চাইলে আপনিও নামিয়ে নিতে পারেন নিচের লিংক থেকে।
https://www.google.com/get/noto/

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।