ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের গ্রাহকদের জন্য আসছে আইফোন ৭ এবং ৭ প্লাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
গ্রামীণফোনের গ্রাহকদের জন্য আসছে আইফোন ৭ এবং ৭ প্লাস

ঢাকা: গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তির আইফোন- ‘আইফোন ৭’ এবং ‘আইফোন ৭ প্লাস’।  

২০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে গ্রামীণফোনের মাধ্যমে গ্রাহকরা ‘আইফোন ৭’এবং ‘আইফোন ৭ প্লাস’ কিনতে পারবেন।

 

সোমবার (১০ অক্টোবর) গ্রামীণফোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইফোনের এ মডেল দু’টিতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা এবং আগের সব আইফোনের চেয়ে উন্নত ব্যাটারি লাইফ। এমনকি আইফোনের সর্বাধুনিক এ মডেল দু’টি প্রথমবারের মতো অ্যাপলের পানি ও ধুলা প্রতিরোধক আইফোন।  

১৪ অক্টোবর (শুক্রবার) থেকে গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট http://www.grameenphone.com এ গিয়ে ‘আইফোন ৭’ এবং ‘আইফোন ৭ প্লাস’অগ্রিম বুকিং দিতে পারবেন।  

আইফোন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: http://www.apple.com/iphone

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।