ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে আসুস আইটিএক্স সিরিজের মাদারবোর্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
বাজারে আসুস আইটিএক্স সিরিজের মাদারবোর্ড

কম্পিউটারে অন্তর্ভূক্ত সবগুলো কম্পোনেন্টের মধ্যে সুষম সমন্বয়ের কাজটি করে থাকে মূলত মাদারবোর্ড।   যে কারণে মাদারবোর্ডের উপর কম্পিউটারের কার্য ক্ষমতা নির্ভর করে অনেকটা।

কম্পিউটারের পারফরম্যান্স ও গ্রাহক চাহিদার দিকটি বিবেচনায় রেখে দেশের বাজারে আসুসের মিনি আইটিএক্স সিরিজের মাদারবোর্ড নিয়ে এসেছে বাংলাদেশে ব্র্যান্ডটির একমাত্র পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

ষষ্ঠ প্রজন্মের এই অত্যাধুনিক মাদারবোর্ডের তালিকায় রয়েছে আসুস এইচ১১০আই প্লাস, আসুস বি১৫০আই প্রো গেমিং অওরা এবং আসুস ম্যাক্সিমাস ৮ ইমপ্যাক্ট।
যার মধ্যে আসুস এইচ১১০আই প্লাস সাশ্রয়ী হওয়ায় ব্যবহারকারীদের কাছে চহিদা বেশ।

এই মাদারবোর্ডে ডিডিআর৪ ২১৩৩ এমএইচজেড ও ২টি ৠাম স্লট রয়েছে যা ৩২জিবি পর্যন্ত সাপোর্ট দেয়। এর ভিডিও কোয়ালিটিও অসাধারণ।
আসুস বি১৫০আই মডেলে রয়েছে আসুস এইচ১১০আই প্লাস এর মত সকল সুবিধা। এতে আরও রয়েছে আরজিবি লাইটিং ইফেক্ট এবং ডিডিআর ও এইচডিএমআই পোর্ট।

এবং আসুস ম্যাক্সিমাস ৮ ইমপ্যাক্ট এই সারির সর্বউৎকৃষ্ট মানের মাদারবোর্ড। আকারে ছোট কিন্তু মিনি আইটিএক্স সিরিজের মধ্যে এটি সবচেয়ে সুপরিচিত। ষষ্ঠ প্রজন্মের সমস্ত গুণাগুন বিদ্যমান রয়েছে এতে।

আসুস এইচ১১০আই প্লাস  ৮,০০০ টাকা, আসুস বি১৫০আই প্রো গেমিং অওরা  ১১,২০০ টাকা এবং আসুস ম্যাক্সিমাস ৮ ইমপ্যাক্ট এর বাজার মূল্য ২৪,৪০০ টাকা। সঙ্গে থাকছে ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

গ্লোবালব্র্যান্ডের যে কোনো শাখা অথবা নির্ধারিত ডিলার হাউজে পাওয়া যাবে মডেলগুলো।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।