ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিয়শপে চলছে গ্যাজেট কার্নিভাল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
প্রিয়শপে চলছে গ্যাজেট কার্নিভাল

অনলাইন শপিং সাইট প্রিয়শপ ডট কমে শনিবার (০৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘গ্যাজেট কার্নিভাল’। প্রযুক্তিপণ্য সম্ভার নিয়ে অনলাইনে সপ্তাহব্যাপী এই কার্নিভালে চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

মেলা উপলক্ষে আকর্ষণীয় সব প্রযুক্তিপণ্য মিলছে এখানে।

সাইটটির সম্ভারে থাকা ডিভাইসের তালিকায় রয়েছে ল্যাপটপ, নোটবুক, বিভিন্ন ধরনের পেন ড্রাইভ, ল্যাপটপ র‍্যাম, ডেস্কটপ র‍্যাম, নেটওয়ার্ক অ্যাডাপ্টর, ল্যান কার্ড, রাউটার, পোর্টেবল হার্ডডিস্ক, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ স্পিকার, ওয়্যারলেস টাচপ্যাড কিবোর্ড, ওয়্যারলেস মাউস অ্যান্ড মেটাল কিবোর্ড সেট, তারযুক্ত মাউস এবং কিবোর্ড, এলইডি মনিটর, পাওয়ার সাপ্লাই, পাওয়ার স্ট্রিপ, স্পিকার সহ নানান পণ্য।

এগুলো ছাড়াও পাওয়া যচ্ছে ইউএসবি ডেটা ক্যাবল, মোবাইলের কেস, মোবাইল ফোন, ইউনিভার্সাল ইউএসবি চার্জার, সেলফি গ্যাজেটস, ইয়ারফোন, হোম অ্যাপ্লায়েন্স ও গিফট আইটেম।

বিশেষ ছাড় চলছে গ্যাজেটগুলোতে।

কার্নিভাল চলাকালে প্রিয়শপ ডট কম (www.priyoshop.com) থেকে ১ হাজার টাকার বেশি পণ্য কিনলেই থাকছে নিশ্চিত উপহার। এছাড়া মূল্য পরিশোধ করা যাবে ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং বিকাশে। বিকাশে মূল্য পরিশোধ করলেও থাকছে নিশ্চিত উপহার।

তাই প্রয়োজন অনুযায়ী ঝামেলাহীন উপায়ে পছন্দের পণ্যটি কিনতে ঘরে বসেই যোগ দিন এই উৎসবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।