ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চলতি মাসেই ওপেন গভর্নমেন্ট পোর্টাল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
চলতি মাসেই ওপেন গভর্নমেন্ট পোর্টাল

‘সকলের জন্য তথ্য’ স্লোগান নিয়ে চলতি মাসেই পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ওপেন গভর্নমেন্ট ডেটা (ওজিডি) পোর্টাল।

এতে বাংলাদেশ সরকারের নানা ধরনের তথ্যের প্রাপ্তি আরো সহজ হবে।

৩ থেকে ৬ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চার দিনের ওজিডি পোর্টাল নিয়ে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডেসা) এবং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (ইউএনইএসসিএপি) আয়োজনে কর্মশালায় বাংলাদেশ সহ নেপাল, ফিলিপাইনস, কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, মালয়েশিয়া থেকেও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‘অ্যাকশন প্ল্যানিং ইন ওজিডি ফর সাস্টেইনবল ডেভলপমেন্ট ইন এশিয়া’ শীর্ষক আয়োজিত ওজিডি কর্মশালায় বিভিন্ন দেশ নিজেদের দেশের ওজিডি পোর্টালের নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি এ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানা সমস্যার সমাধান নিয়েও আলোচনা করেন।

বিশেষকরে ওজিডি পোর্টাল শুরু করা দেশ হিসেবে বাংলাদেশ ও নেপালের নানা বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয় কর্মশালায়।

এতে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম বলেন, বাংলাদেশে ওজিডি পোর্টাল চালুর বিষয়ে ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে নানা জায়গায় আমরা আমাদের হালনাগাদের বিষয় জানিয়েছি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহায়তায় কাজটি এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ থেকে এ কর্মশালায় ইউএনডেসার পরামর্শক সোহানা চৌধুরী, এটুআইয়ের আইটি ব্যবস্থাপক মোহাম্মদ আরফে এলাহী, হেড অব রেজাল্টস রমিজ উদ্দিন এবং ওপেন নলেজ বাংলাদেশের অ্যাম্বাসেডর নুরুন্নবী চৌধুরী (হাছিব) যোগ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।