ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বৈশ্বিক সমস্যা মোকাবিলায় টেলিনরের আমন্ত্রণে ২৬ তরুণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
বৈশ্বিক সমস্যা মোকাবিলায় টেলিনরের আমন্ত্রণে ২৬ তরুণ

ঢাকা: চতুর্থ বার্ষিক টেলিনর ইয়ুথ ফোরাম (টিওয়াইএফ) ও এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নিজদেশের প্রতিনিধিত্ব করতে টেলিনরের কার্যক্রম রয়েছে এমন ২৬ মেধাবী তরুণ নির্বাচিত হয়েছেন।
 
১৩টি দেশ থেকে প্রায় ৫ হাজার আবেদনকারীর মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের নির্বাচিত করা হয় বলে মঙ্গলবার (১১ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তি জানায় গ্রামীণফোন।


 
নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, হাঙ্গেরি, সার্বিয়া, মন্টেনিগ্রো, বুলগেরিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে এ নির্বাচন করা হয়।
 
বাংলাদেশ থেকে মানিকগঞ্জের রাফসান শাবাব খান প্রতিনিধিত্ব করবেন।
 
প্রযুক্তির ব্যবহার করে সামাজিক নানা সমস্যা সমাধানে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে টেলিনর গ্রুপ ও নোবেল পিস সেন্টারের যৌথ উদ্যোগ টিওয়াইএফ।
 
নোবেল শান্তি পুরস্কার প্রদান সপ্তাহ চলাকালে ৮-১১ ডিসেম্বর নরওয়ের অসলোতে বছরব্যাপী টিওয়াইএফ প্রোগ্রাম শুরু হবে। টিওয়াইএফ-এ নির্বাচিত প্রতিনিধিরা প্রধান প্রধান সামাজিক সমস্যা সমাধানে দলগতভাবে কাজ করার পাশাপাশি এ বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোসের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
 
বছরব্যাপী টিওয়াইএফ কর্মসূচির অংশ হিসেবে অসলোর অনুষ্ঠানের পরেও প্রতিনিধিরা ভার্চুয়াল পদ্ধতিতে দলগতভাবে কাজ করবেন। পাশাপাশি আগামী বছরের মে মাসে ব্যাংককে তাদের আবার সাক্ষাৎ হবে। সবশেষে ২০১৭ সালের অক্টোবর মাসে নোবেল পিস সেন্টারে তাদের দলগত ভাবনা ও কাজের ডিজিটাল প্রদর্শনী হবে।
 
টিওয়াইএফ নিয়ে নোবেল পিস সেন্টারের নির্বাহী পরিচালক লিভ টোরেস বলেন, নোবেল পিস সেন্টার বিশ্বাস করে, সামাজিক অসাম্য চিহ্নিত করার মাধ্যমে আমরা শান্তির দিকে আরেও এক পা এগিয়ে যাচ্ছি। এ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রত্যাশা তরুণরা পরিবর্তনের সূচনায় তাদের সম্ভাবনা উপলব্ধি করতে পারবে।
 
টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিগভে ব্রেক্কে বলেন, যে সব তরুণদের ধারণা, উদ্যম ও সামাজিক নৈতিকতা আছে তাদের ওপর আমরা আস্থা রাখি। প্রযুক্তির ক্ষমতা নিয়ে আমরা আশাবাদী।
 
টেলিনর গ্রুপের কার্যক্রম পরিচালিত হওয়া ১৩টি দেশের একশ’ কোটির বেশি মানুষের এলাকা থেকে শীর্ষ মেধাবী ২৬ তরুণ টিওয়াইএফ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি এ যাবৎকালে বৈশ্বিকভাবে টেলিনরের পরিচালিত সবচেয়ে বড় কোনো বাছাই প্রক্রিয়া।
 
টেলিনর ইয়ুথ ফোরামে ৪ হাজার ৮শ’র বেশি আবেদনপত্র থেকে বিভিন্ন পরীক্ষা, ভিডিও সাক্ষাৎকার, অনুষ্ঠানে উপস্থিতি ও অন্যান্য অনেক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শীর্ষ তরুণেরা নির্বাচিত হয়।
 
প্রতিনিধিদের তালিকা ওয়েবসাইটে (http://www.telenor.com/youthforum/delegates2016) পাওয়া যাবে।
দলগুলোর কাজের বাস্তবায়ন ঘটাতে এটা তাদের জন্য প্রথম ও অন্যতম প্রধান মাইলফলক। টেলিনর ও বিশেষজ্ঞদের সমন্বিত জুরি বোর্ড তরুণদের কাজের মূল্যায়ন করবে এবং বিজয়ী দল নির্বাচন করবে। আর এর মাধ্যমেই এ বছর টিওয়াইএফ নির্বাচিত তরুণদের কর্মসূচির সমাপ্তি ঘটবে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে এ বছরের বিজয়ী দল পরবর্তী বছরে টিওয়াইএফ-এ অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করতে অসলোতে ফিরে যাবে।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।