ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল সার্চেও আসছে ‘এএমপি’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
গুগল সার্চেও আসছে ‘এএমপি’

গুগলের এএমপি বা মোবাইল অ্যাকসেলেরেটেড পেজেস এখন গুগল সার্চ রেজাল্টেও পাওয়া যাবে। এতোদিন সার্চ ইঞ্জিন জায়ান্টের এই সেবাটি শুধুমাত্র নতুন একটি ওয়েবপেজে উপভোগ করতে পারতো ব্যবহারকারীরা।

তবে এরইমধ্যে গুগল ঘোষণা দিয়েছে একই ধরনের ফিচার তারা মোবাইল সার্চ রেজাল্টেও চালু করবে। কম গতির চেয়ে মোবাইল ওয়েব পেজ লোডিং দ্রুত পছন্দ করেন যারা তাদের উদ্দেশ্যেই চলতি বছরের প্রথম দিকে গুগলের এএমপি ফিচার চালু হয়। এতে সারা বিশ্বের ১০৪টি ভাষায় ৬০ লাখের বেশি এএমপি ডকুমেন্ট আছে।

মূলত নিউজ সংক্রান্ত ফলাফলের জন্য সুবিধাটি নিয়ে আসে গুগল।

নতুন এই ফিচারের মাধ্যমে মোবাইল ওয়েব পেজগুলো সার্চ রেজাল্ট পেজে একটি ‘লাইটেনিং’ চিহৃ সহ যথাযথভাবে প্রদর্শিত হবে।

মনে করা হচ্ছে, যারা গুগল নিউজের নিয়মিত ব্যবহারকারী তাদের কাছে এটি অত্যন্ত জানাশোনা মনে হবে।

কিন্তু এসব তথ্যের পাশাপাশি গুগল আরেকটি বিষয় স্পষ্ট করেছে, এএমপি উপযোগী ওয়েব পেজগুলো অগ্রাধিকার পাবেনা এবং ফলাফলগুলো নিজ থেকে পরিবর্তিত হবে না।

তবে গুগলের দাবি এএমপি ব্যবহারকারীরা যখন গুগল সার্চ ব্যবহার করবে, তখন তাদের মোবাইল ডাটা খরচ অনেকে কমবে। এমনকি ডাটা লোডিংয়ে ১ সেকেন্ডেরও কম সময় লাগবে।

বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।