ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক ক্লিকেই পৃথিবীর বায়ু প্রবাহের তথ্য!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এক ক্লিকেই পৃথিবীর বায়ু প্রবাহের তথ্য!

মনুষ্য প্রযুক্তি কতটা উন্নত আর আধুনিক হয়েছে তার ছোট্ট একটি উদাহরণ এই খবর। আর এ ধরনের বিষ্ময়কর খবরই বারবার প্রমাণ করছে গোটা পৃথিবী সত্যিই হাতের মুঠোয় এসেছে।

এই মুহূর্তে পৃথিবীর ঠিক কোথায় সবচেয়ে বেশী, কম বাতাস বইছে চাইলেই জানা যাবে।

যদিও দৃষ্টি আকর্ষনের জন্য খবরে ঝড়ো আবহাওয়ার কথা বলা হয়েছে, আসলে কিন্তু শুধু ঝড়ো আবহাওয়ার খবর নয় বরং পুরো পৃথিবীর বায়ু প্রবাহের তথ্য পাওয়া যাবে মাত্র একটা ক্লিকে।

কারণ এই তথ্য পেতে তৈরি করা হয়েছে একটি শক্তিশালী ও ডাইনামিক মানচিত্র। যে মানচিত্র থেকে সহজেই দেখে নেয়া যাবে ঠিক এই মুহূর্তের পৃথিবীর বায়ু প্রবাহের হাল-হকিকত।

ক্যামেরুন বেকোরিও নামের এক ব্যক্তি মানচিত্রটি তৈরি করেছেন। নাসা সহ আরও অনেক সূত্র থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে তিনি তৈরি করেছেন এটি।

যে কারণে মানচিত্রটিতে সবসময় হালনাগাদকৃত বায়ু প্রবাহের তথ্য সহ, দেখা যাচ্ছে পৃথিবীর কোথাকার বায়ু কেমন গতিতে প্রবাহিত হচ্ছে।

এছাড়া মানচিত্রে প্রবাহিত বায়ুর নির্দেশক রংয়ের উজ্জ্বলতার তারতম্যের উপর ভিত্তি করে সবচেয়ে জোড়ে বায়ু প্রবাহের দিকটি প্রতীয়মান।

নির্ভুল তথ্যের জন্য রয়েছে অক্ষাংশ-দ্রাঘিমাংশের তথ্য সহ মানচিত্রটি ছোট বড় করার সুবিধা।

মানচিত্রটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

https://earth.nullschool.net/

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।