ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিসিবিতে ডিজিটাল ওয়ার্ল্ড শুরু ১৯ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
আইসিসিবিতে ডিজিটাল ওয়ার্ল্ড শুরু ১৯ অক্টোবর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আসিসিবি) আগামী ১৯ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬। যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া কোনো প্রবেশ মূল্যও রাখা হবে না।
 
রোববার (১৬ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলন বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
 
জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। ২০১২ সালে প্রথমবারের মতো তথ্য প্রযুক্তির এই ইভেন্টের যাত্রা শুরু হয়। এরপর ২০১৩ সালে করা হয়নি। ২০১৪ সালে এটিকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়। এরপর ২০১৫ সালেও সফলভাবে আয়োজনের পর এবার আরো বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
 
‘ননস্টপ বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবার ইভেন্টটি আয়োজন করা হবে আইসিসিবিতে। পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আর সজীব ওয়াজেদ জয় উপস্থাপন করবেন মূল প্রবন্ধ।
 
৪০টি মন্ত্রণালয় ডিজিটাল বাংলাদেশ হিসেবে কি কি সেবা দিচ্ছে তার আদ্যেপান্ত তুলে ধরা হবে এখানে। এতে শীর্ষস্থানীয় শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরবেন। তিনদিনব্যাপী অনুষ্ঠানে মাইক্রোসফট, ফেসবুক, একসেন্সার, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়েসহ খ্যাতিমান প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশি বক্তাসহ দুই শতাধিক বক্তা ১৮টি সেশনে অংশ নেবেন। এছাড়া ৭টি দেশের ৭জন মন্ত্রী সম্মেলন উদ্বোধনের দিন বিকেল সাড়ে ৩টায় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশ নেবেন।
 
প্রতিমন্ত্রী বলেন, স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার বিষয়ক- সম্মেলনের পাশাপাশি প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের নিয়ে থাকবে ডেভেলপার সম্মেলন। এছাড়া সফটওয়ার শোকেসিং, ই-গর্ভনেন্স এক্সপোজিসন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্টআপ জোন ছাড়াও থাকবে আইটি সংশ্লিষ্ট ১২টি সেমিনার। আয়োজন করা হবে ডেভেলপমেন্ট পার্টনার্স কনফারেন্স, আইসিটি এডুকেশন সম্মেলন।
 
পলক আরো বলেন, প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে কালচারাল প্রোগ্রাম। ধারনা করা হচ্ছে তিন দিনে ৫ লাখ দর্শনার্থীর সমাগম হবে আসিসিবিতে।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অনুষ্ঠানের প্রস্তাবিত বাজেট ৯ কোটি। তবে এর কমের মধ্যেই শেষ করার চেষ্ঠা করা হবে।
 
ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ বাস্তবায়নে সহযোগীতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।
 
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী, বিসিসি’র নির্বাহী পরিচালক এমএস আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, বেসিসের সভাপতি মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন।
 
ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে www.digitalworld.org.bd ওয়েব সাইট থেকে বিস্তারিত জানা যাবে।
 
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।