ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজয় দিবসে যাত্রা শুরু ডট বাংলা ডোমেইনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
বিজয় দিবসে যাত্রা শুরু ডট বাংলা ডোমেইনের

ঢাকা: চলতি বছরের বিজয় দিবসে যাত্রা শুরু করছে বহুল প্রত্যাশার ডট বাংলা ডোমেইন। ডট বাংলা ডোমেইন বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরেক ধাপ ওপরে নিয়ে যাবে প্রত্যাশাও ব্যক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডট বাংলা ডোমেইন চালুর ঘোষণা তিনি।

তারানা হালিম বলেন, ডট বাংলা ডোমেইনের জন্য সার্ভার তৈরি আছে। অটোমোশনের কাজ চলছে। মূল্যের খসড়া তৈরি হয়েছে। জনবল তৈরির কাজ চলছে। পরিচালনায় নিয়োজিত বোর্ড অনুমোদনের পর ব্যবহারকারীদের চার্জ জানানো হবে।

তিনি আরও জানান, এর মাধ্যমে বাংলাভাষা শক্তিশালী হবে। বাংলা ভাষায় কনটেন্ট তৈরিকারীদের ব্যবসার সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী বলেন, ডট বাংলা ডোমেইন ব্যবহারের নীতিমালা তৈরির কাজ চলছে। প্রস্তাবনা অনুযায়ী বছরে চার্জ হবে ৫শ’ টাকা। ব্যক্তিগত সাইটের জন্য ১০ হাজার টাকা। প্রথম পর্যায়ে ২ বছরের জন্য সাবস্ক্রাইব করতে হবে।

বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওনও ‘ডট বাংলা’র জন্য আবেদন করেছিল।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আরও জানান, গত ৫ অক্টোবর ‘ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার (আইসিএএনএন)’ বোর্ড সভায় বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হয়েছে। ’

গত ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আইসিএএনএন চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

তারানা বলেন, ‘বাংলাভাষী মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি, কেননা আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রক্ত দিয়েছি। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতির আবেগ ও অনুভূতি এই ভাষার সাথে জড়িত এবং সাইবার জগতেও এর মাধ্যমে ভাব প্রকাশ করতে চায়। এ ডোমেইন চালু করা আমার প্রতিশ্রুতি ছিল। এ বরাদ্দের ফলে ডিজিটাল জগতে বাংলা আরও এগিয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮/আপডেট: ১৭২১ ঘণ্টা
আএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।