ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে সিলেট ছাত্রলীগ নেতার তৈরি অ্যাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ফেসবুকে সিলেট ছাত্রলীগ নেতার তৈরি অ্যাপ

সিলেট: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের লোগো সম্বলিত ফেসবুকে বিশেষ অ্যাপ তৈরি করলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি এমদাদুর রহমান।  

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) তার তৈরি অ্যাপস সাড়া জাগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এখন অনেকে অ্যাপটি সংযোগ করে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন। এ কারণে সিলেটের সর্বমহলে প্রশংসিত এমদাদ।

অ্যাপ এর বিষয়ে এমদাদ রহমান বাংলানিউজকে বলেন, সবাইতো বিভিন্নভাবে সম্মেলনের সৌন্দর্য্য বর্ধনে কাজ করছেন। তাই নিজেও একটু ভিন্ন কিছু করার চেষ্টায় এই অ্যাপ।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) রাতে আওয়ামী লীগ এর ২০তম সম্মেলন উপলক্ষ্যে  ফেসবুক প্রোফাইলে ব্যবহারের জন্য বিশেষ এই অ্যাপটি তৈরি করেন তিনি।

আওয়ামী লীগের সম্মেলনের এই অ্যাপটি জনপ্রিয় ফেসবুক মাধ্যমে ব্যবহার করা প্রসঙ্গে এমদাদ বলেন, দলীয় অ্যাপটি ইতিমধ্যে ফেসবুকের হাজারো ব্যবহারকারীর প্রোফাইলে শোভা পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনইউ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।