ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫টি রঙে ইন্সপায়রন সিরিজে নতুন ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
৫টি রঙে ইন্সপায়রন সিরিজে নতুন ল্যাপটপ

ইন্টেল সেভেন জেনারেশনের কোর আই৭ প্রসেসর যুক্ত নতুন ল্যাপটপ উন্মুক্ত করেছে ডেল।
ডেল ইন্সপাইরন ৫০০০ সিরিজের নতুন ৫৫৬৭ মডেলটি এসেছে বৈচিত্রময় (হোয়াইট, মিডনাইট ব্লু, ব্ল্যাক, ব্লু এবং রেড) ৫ টি রঙে।

তাই গ্রাহকরা তার পছন্দের রঙটি নির্বাচনের সুযোগ পাবেন।

ল্যাপটপটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে জিডিডিআর৫ ৪জিবি পর্যন্ত মেমোরির এএমডি রেডিওন আর৭ সিরিজের গ্রাফিক্স কার্ড, ২ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।

এর ১৫ ইঞ্চির পর্দাটি ফুল এইচডি। এছাড়া এতে  অফিস ২০১৬ এবং ম্যাকাফি সিকিউরিটেতে ১৫ মাসের ফ্রি সাবস্ক্রিপশন বান্ডেল থাকছে।

এ বিষয়ে ডেলের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ৫৫৬৭ মডেলটি একজন কিংবা পুরো পরিবারের জন্য উপযুক্ত, যারা প্রয়োজনে একটা কম্পিউটার ভাগাভাগি করে ব্যবহার করে থাকেন।

এছাড়া উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপ বিনোদন এবং কনটেন্ট তৈরির জন্য যথেষ্ট।

২৩.৩ মিমি. পুরুত্বের ডেল ইন্সপাইরন ৫৫৬৭ মডেলের ভারতীয় মূল্য ৩৯ হাজার ৫৯০ রুপি টাকার হিসাবে যা প্রায় ৪৭ হাজার।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
‌এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।