ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ওয়ার্ল্ডে রেভারি’র গেম, অ্যাপে ছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
ডিজিটাল ওয়ার্ল্ডে রেভারি’র গেম, অ্যাপে ছাড়

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) শুরু হয়েছে দেশের বৃহৎ আইসিটি ফেয়ার (ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬)।

২১ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিয়েছে বাংলাদেশি সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা।

মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি মোবাইল অ্যাপ, গেম এবং ওয়েবসাইট তৈরিতে ২০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় ঘোষণা করেছে। এছাড়াও তাদের আরো কয়েকটি কর্মসূচি রয়েছে।

এর মধ্যে রয়েছে মোবাইল গেম প্রকাশ, আগতদের মোবাইল গেম ও অ্যাপ সম্পর্কে অবগত করা, গেমিং মার্কেট নিয়ে গবেষণামুলক কাজ।
সেবাগুলো পেতে আগ্রহীদের ভেন্যুর ৩ নাম্বার হলের রেভারি ল্যাব মিমোসার ৩০ নাম্বর স্টলে এসে নিবন্ধন করতে হবে।

এবারের মেলায় মাইক্রোসফট, ফেসবুক, একসেন্সার, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়ে সহ খ্যাতিমান তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশি বক্তাসহ দুই শতাধিক ব্যক্তি বিভিন্ন পর্বে অংশ নিচ্ছেন। মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন সাত দেশের সাত মন্ত্রী।

প্রদশর্নীতে সফটওয়্যার শোকেসিং, ই-গভর্নেন্স এক্সপোজিসন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্টআপ জোন রয়েছে। এছাড়া আইসিটি সংশ্লিষ্ট ১২টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনারস কনফারেন্স ও আইসিটি এডুকেশন সম্মেলন অনুষ্ঠিত হবে।

সকলের জন্য উন্মুক্ত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।