ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বুয়েটে ‘মেকানিক্যাল ফেসটিভাল’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
বুয়েটে ‘মেকানিক্যাল ফেসটিভাল’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হেয়েছে ‘মেকানিকাল ফেসটিভাল ২০১৬’।

মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এই ফেসটিভাল শেষ হচ্ছে আগামীকাল।

বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান আসুসের একমাত্র বাংলাদেশি পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড এতে আসুসের পণ্য-সামগ্রী নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে।

এছাড়া আসুস বাংলাদেশের গেমিং পার্টনারশিপে চলছে ‘ইন্টার ইউনিভাসির্টি গেইমফেস্ট’। উৎসবের টানা তিন দিনই  ফিফা ১৬, এনএফএস মোস্ট ওয়ানটেড ও কল অব ডিউটি গেম নিয়ে চলছে প্রতিযোগিতা।   এতে কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।