ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য-প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
তথ্য-প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ  ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবেশী এবং ক্যারিবীয় দেশগুলোর মধ্যে তথ্য প্রযুক্তিখাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬ এর মিনিস্ট্রিয়াল কনফারেন্সের বক্তারা।

বক্তারা বলেন, ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে আরো বিনিয়োগ, রপ্তানি ও আইডিয়া শেয়ার করার সুযোগ রয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর প্রথম দিনে মিনিস্ট্রিয়াল কনফারেন্সে এসব কথা উঠে আসে।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, Minister for Information and Communications of Nepal Surendra Kumar Karki, Bhutanese Minister of Information and Communications Lyonpo DN Dhungyel, Minister of Transport, Communication and Tourism of Republic of Suriname Andojo Rusland, Deputy Minister of Information and Communications of Vietnam Hoàng Vĩnh Bảo, Minister of State for Finance and Treasury of Maldives Mohamed Ashmalee, Planning and Development deputy minister under ICT ministry of Saudi Arab ড. খালিদ বিন ফারিস আলওথাইবি and State Minister for ICT Zunaid Ahmed Palak।

পারস্পরিক সহযোগিতা বিষয়ে জয় বলেন, সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরো এগিয়ে যেতে পারি।  
 
মিনিস্ট্রিয়াল কনফারেন্স বড় একটা ফ্লাটফর্ম উল্লেখ করে মালদ্বীপের প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আরো অনেক সুযোগ রয়েছে বিশেষ করে সাইবার নিরাপত্তা নিয়ে।

তিনি বলেন, মালদ্বীপ ছোট দেশ, আমাদের স্যাটেলাইট ডেভেলপ করার সক্ষমতা নেই। কিন্তু আমরা consortium ডেভেলপ করবো।

Lyonpo DN Dhungyel  বলেন, বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নেয়ার পরিকল্পনা রয়েছে ভুটানের।

তিনি বলেন, বাইরের বিনিয়োগ আকর্ষণের জন্য ভুটান বাংলাদেশের একটি আইটি কোম্পানির সহযোগিতায় একটি আইটি পার্ক ডেভেলপ করছে।  

সৌদি আরবের উপমন্ত্রী খালিদ বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি করছে। আশা করি আইসিটি সুপারওয়েতে অনেক বড় কিছু করবে বাংলাদেশ।

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ থেকে মানব সম্পদ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা ভালো প্রস্তাব।

বাংলাদেশকে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়ে Surendra Kumar Karki ভবিষ্যতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেন।

Minister of Transport, Communication and Tourism of Republic of Suriname Andojo Rusland বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ লাভবান হতে পারে।

Vietnamese deputy minister Hoàng Vĩnh Bảo বলেন, ভিয়েতনাম তার সকল নাগরিককে ডিজিটাল সার্ভিসের আওতায় নিয়ে এসেছে। ভিয়েতনাম বিনিয়োগের আর্দশ জায়গায় পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমইউএম/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।