ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কর্মচারীদের বেতন পরিশোধের দায় সিটিসেলকেই নিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
কর্মচারীদের বেতন পরিশোধের দায় সিটিসেলকেই নিতে হবে ছবি: বাংলানিউজ

ঢাকা: সিটিসেলের কাছ থেকে সরকার পাবে পৌনে পাঁচশো কোটি টাকা। দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল।

 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি’র কর্মকর্তারা র‌্যাব-পুলিশ নিয়ে রাজধানীর মহাখালীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে ঢুকে বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করেন।

তবে শুধু সরকার নয়, সিটিসেলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দেনাও পরিশোধ করতে পারেনি সিটিসেল।  

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারানা হালিম বলেন, কোন কোম্পানি কীভাবে ঋণ নেবে, কীভাবে তা পরিশোধ করতে হবে- সেটা কোম্পানির একান্ত ব্যাপার। একইভাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের দায়ও সেই কোম্পানির। কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধের দায়ও সিটিসেলকে নিতে হবে।

শুক্রবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশান-১ টেলিফোন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
‘তবে রেগুলেটারি প্রতিষ্ঠান হিসেবে এক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী আছেন, তারা বেতন-ভাতা পরিশোধে সহায়ক ভূমিকা পালন করবেন। ’

কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রসঙ্গে তারানা হালিম বলেন, আমরা আশা করবো, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সিটিসেল পরিশোধ করবে। এটা তাদের নিজেদের সুনাম রক্ষার্থেই করা প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এমআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।