ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলায় আসছে ফেসবুকের কনটেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
বাংলায় আসছে ফেসবুকের কনটেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিগগিরই ফেসবুক বাংলায় তাদের কনটেন্টগুলো নিয়ে আসবে বলে জানিয়েছেন ফেসবুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তখন বাংলায় ফেসবুকের শিক্ষা সহায়ক টুলস তৈরি হবে।

 

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মেলা 'ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬'-এ  ফেসবুক শীর্ষস্থানীয়রা এ কথা জানান।

 

ফেসবুক ব্যবহার করে কীভাবে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করা ‍যায় এ নিয়ে বক্তব্য রাখেন ফেসবুকের শীর্ষ কর্মকর্তা সাইম আজিজ ও খুশি সাগর।
 
এতে প্রশ্নের উত্তরে তারা জানান, ফেসবুক বিভিন্ন বড় উৎসবের সময় তাদের বিজ্ঞাপন হার বাড়িয়ে দেয়। কারণ, এসময় অনেকেই বিজ্ঞাপনের জন্য বুস্ট করে থাকেন।  
 
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে ফেসবুকভিত্তিক অনেক ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। যারা প্রতিনিয়ত ফেসবুক ব্যবহার করে তাদের ব্যবসা সম্প্রসারণ করছেন।
 
এসময় আরও জানানো হয়, ফেসবুক এখন বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়ানোর অংশ হিসেবে বাংলায় কনটেন্ট নিয়ে আসবে। ফেসবুক ব্যবহার পদ্ধতি বা হেল্প নিদের্শনাও বাংলায় দেওয়া থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এসএ/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।