ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স নিয়ে ওয়ার্কশপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স নিয়ে ওয়ার্কশপ

আগামী দিনগুলোতে মানুষের সঙ্গে কম্পিউটারের মিথষ্ক্রিয়া, মেশিন লার্নিং-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা ও এর প্রয়োগ অনেক বেশি বৃদ্ধি পাবে। সেইসঙ্গে বিশ্বজুড়ে বাড়বে এই বিষয়ে দক্ষ গবেষক ও কর্মীর চাহিদা।

"কৃত্রিম বুদ্ধিমত্তায় হাতেখড়ি" শীর্ষক এক কর্মশালায় এমন মন্তব্য করেছেন আমেরিকার রচেস্টার বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও গবেষক এহসান হক। এহসান হক তার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কাজের জন্য সম্প্রতি এমআইটির “৩৫ এর নীচে ৩৫” তালিকায় স্থান করে নিতে সক্ষম হন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব ও ছাত্র কল্যাণ দপ্তরের সহায়তায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এই কর্মশালার আয়োজন করে।
এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৬০ জন অংশ নেন।

কর্মশালা শেষে এহসান হকের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান। ।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।