ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ক্যাসপারস্কি এন্টিভাইরাস ২০১৭

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বাংলাদেশে ক্যাসপারস্কি এন্টিভাইরাস ২০১৭

ক্যাসপারস্কি এন্টিভাইরাসের ২০১৭ সংস্করণ অবমুক্ত করা হয়েছে দেশে। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যসপারস্কি ল্যাব সম্প্রতি ঢাকায় দুটি ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে হালনাগাদ এই সংস্করণের ঘোষণা দেয়।

এতে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা, অর্থনৈতিক সেবা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সহ দেশের বিভিন্ন স্থানের ক্যাসপারস্কি বিক্রয় প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

সুত্র মতে, নতুন সংস্করণে ক্যাসপারস্কির বিশেষায়িত বুদ্ধিমত্তা ভিত্তিক সেবা যোগ করা হয়েছে যা ব্যাবসায়িক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে সক্ষম।
ব্যবসায়িক ও নিরাপত্তা বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরী এই পণ্যটির নিরাপত্তা ব্যবস্থাও প্রচলিত সিকিউরিটি সফটওয়্যার থেকে ভিন্ন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, দেশের আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বলয় তৈরিতে অবদান রাখতে পারবে নতুন বছরের নতুন এই সংস্করণ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।