ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবার ভিন্ন তিনটি সাইজে ‘আইফোন ৮’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এবার ভিন্ন তিনটি সাইজে ‘আইফোন ৮’

ভিন্ন তিনটি সাইজ নিয়ে আসছে অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন ৮। উত্তেজনাকর তথ্যটি অবশ্য নির্মাতা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো সুত্র থেকে আসেনি।

কোপার্টিনো বেজড প্রতিষ্ঠানের জনপ্রিয় আইফোনের দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে এমন ধারণা করা হচ্ছে। এরইমধ্যে নতুন এই ফোন নিয়ে প্রচুর গুজব খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

আইফোন ৮ এর প্রত্যাশিত সাইজের একটি ৪.৭ ইঞ্চি আর অন্য দুটি ৫ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি। এছাড়া নতুন আইফোনে থাকছে না বর্তমান আইফোনের নকশা। কারণ এর পেছনের প্যানেল আগের অ্যালুমিনিয়ামের বদলে গ্লাসে আবৃত থাকতে পারে বলে আন্দাজ করা হচ্ছে।

এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতিকালে আমরা অ্যাপলের আইফোন ৭ এবং ৭ প্লাস প্রকাশ হতে দেখিছে। আর এখন হয়ত পরবর্তী আইফোন ৮ এর সম্ভাবনামূলক তথ্য ইন্টারনেট জুড়ে আবর্তিত হচ্ছে।

এছাড়াও ধারণা যে, আইফোনের দশম বর্ষপূর্তি উপলক্ষে প্রযুক্তি জায়ান্ট বর্তমান নকশার পুরোটার পরিবর্তন করে নতুন আইফোন প্রকাশ করবে। বর্তমানে যেখানে দুটি সাইজ আছে তার যায়গায় ভিন্ন তিনটি সাইজ আনবে।

জিএসএমএরিনা সম্প্রতি প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের এই আইফোন ৮ বর্তমানে ব্যাপকভাবে গুজবিত। এর নকশায় নতুনত্ব এবং এর পেছনের দিকে অ্যালুমিনিয়ামের প্যানেলের বদলে এর পুরোটা আসছে গ্লাস প্যানেলে।

তথ্যপ্রযুক্তি দুনিয়ায় এ নিয়ে আরো দুটি গুজব হলো পেছনের এই গ্লাস প্যানেল চীনের বিয়েল ক্রিস্টাল ম্যানুফেক্টরি এবং লেন্স টেকনোলজি তৈরি করবে।

এসবের পাশাপাশি কেজিসি সিকিউরিটির একজন বিশ্বাসযোগ্য বিশ্লেষক মিং চি কুও আরো ইঙ্গিত দিয়েছেন আইফোন ৮ এর নকশা পরিবর্তনের বিষয়ে। তার দেয়া সেই তথ্য মতে, আশা করা হচ্ছে স্মার্টফোনটি ফ্রন্ট এবং ব্যাকে গ্লাস প্যানেল যোগে আসছে।

এছাড়া সবাইকে অবগত করতে পেছনের আরো একটি বিষয় টেনে বলা হয়েছে, নতুন আইফোনের রিয়ার গ্লাস প্যানেল সম্ভবত ওরকম হবে, যেটা আমরা ২০১০ সালে আইফোন ৪ এবং আইফোন ৪এস ভার্সনে দেখেছিলাম।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।