ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রতি ঘরে ১ জন করে আইসিটি স্পেশালিস্ট গড়ে তোলা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
প্রতি ঘরে ১ জন করে আইসিটি স্পেশালিস্ট গড়ে তোলা হবে

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে অন্তত একজন করে আইসিটি স্পেশালিস্ট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

সে লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে চালু করা হয়েছে কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে শাক্তা ইউনিয়ন পরিষদে "১২ দিনে নিশ্চিত ডলার আয়"  শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চালু হয়েছে।

শিক্ষত বেকার যুবক ও যুব মহিলাদের অনলাইন ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ইউনিয়নের ৩৫ জন প্রশিক্ষণার্থীর জন্য এ ট্রেনিং কার্যক্রম শুরু করা হয়েছে। এলজিএসপি-২ এর আওতায় কেরানীগঞ্জ ফ্রিল্যান্সার (আইসিটি) সমিতির সহায়তায় শাক্তা ইউনিয়ন পরিষদ এ কর্মশালার আয়জোন করে।

কর্মশালায় শাক্তা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ ফ্রিল্যান্সার (আইসিটি) সমিতির সভাপতি মো. রিয়াজ আহম্মেদ।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন বলেন,  প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। আইটি প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে সব ধরনের সহযোগিতার ইচ্ছা ব্যক্ত করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বর্তামান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকারে কাজ করছে। দেশ ডিজিটাল করতে হলে দেশের মানুষকে ডিজিটাল সম্পর্কে ধারণা দিতে হবে। সেজন্য কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কেরানীগঞ্জে প্রতিটি ঘরে অন্তত একজন করে আসিটি স্পেশালিস্ট গড়ে তোলার যৌথ উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, এটি সময় সাপেক্ষ ব্যাপার তবে কাজটি যেহেতু শুরু করতে পেরেছি আশা করি শেষও করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।