ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সোলার টাইলসে বাড়ির ছাদ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সোলার টাইলসে বাড়ির ছাদ!

বাড়ি বানালে ছাদ থাকবে এটা তো অবধারিত। মাথার উপর সেই ছাদে যদি বিদ্যুৎ উৎপাদন হয়, তাহলে কেমন হয় ভাবুন তো? ভাবছেন বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করা যায়।

কিন্তু গাড়ি ও বিদ্যুৎ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান টেসলা এবার বিষয়টি নিয়ে আরো একটু গভীরভাবে ভাবছেন।

তাই তো টেসলা নিয়ে এসেছে এমন একটি টাইলস, যেটি বাড়ির ছাদের জন্য টাইলসের কাজ করবে ঠিক, কিন্তু আসলে এটি একটি সোলার প্যানেলও বটে। আর এর থেকেই উৎপাদন হবে বিদ্যুৎ।

টেসলার প্রতিষ্ঠাতা এবং সিইও ইলন মাস্ক সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই টাইলসের উন্মোচন করেন। ইলনের দাবি, এই টাইলস শুধু বিদ্যুৎই উৎপন্ন করবে না, এটি আপনার বাড়ির সৌন্দর্য্ও বাড়িয়ে তুলবে বহুগুন।

৪টি স্বতন্ত্র নকশায় নিয়ে আসা হয়েছে এই টাইলস। আপাতদৃষ্টিতে দেখতে অস্বচ্ছ এই টাইলসগুলো দেখে বোঝার উপায় নেই এটি একটি শক্তিশালী বিদ্যুৎ উৎপাদক সোলার প্যানেল। তাই সুন্দর পরিকাঠামোর টাইলসগুলো প্রথাগত টাইলসের মতই শোভা বাড়াবে বাড়ির ছাদের।

টেসলা প্রধান আরও জানিয়েছেন, সাধারন শিলাখন্ড দিয়ে তৈরি বর্তমানের টাইলসের তুলনায় স্ফটিক কাঁচ দিয়ে তৈরি তাদের টাইলস অনেক বেশী মজবুত। তাই

এটি সাধারন টাইলসের তুলনায় টিকবে দুই-তিন গুণ বেশী। ইলনের দাবি একটি বাড়ির তুলনায় এই টাইলস টিকে যাবে আর বেশী দিন।

এত গুন যে টাইলসের তার দামটাও নিশ্চয়ই জানতে ইচ্ছা হবে, কিন্তু এখনই এ বিষয়ে মুখ খোলেনি টাইলসটির নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।