ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্ব রেকর্ড গড়তে একটি রকেটে ৮৩টি স্যাটালাইট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিশ্ব রেকর্ড গড়তে একটি রকেটে ৮৩টি স্যাটালাইট

বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে মাত্র একটি রকেটের মাধ্যমে মহাকাশে ৮৩টি স্যাটালাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।

৮৩টির মধ্যে ২টি ভারতীয় এবং ৮১ টি বিদেশি স্যাটালাইট রয়েছে।

ইসরো’র বাণিজ্যিক বিভাগের এন্ট্রিক্স  করপোরেশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিয়ে বলেছেন, ২০১৭ সালের প্রথম দিকে এগুলো অরবিটে স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এজন্য ইতেমধ্যে অর্ডার বইয়ে ৫০০ কোটি রুপি রয়েছে, সেইসাথে উৎক্ষেপণ ব্যবস্থার জন্য আরো ৫০০ কোটি রুপির জন্য কথাবার্তা চলছে।

এ ব্যপারে এন্ট্রিক্স কর্পোরেশনের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শশিভূষণ বলেন , ৮৩টি স্যাটালাইটের মধ্যে অধিকাংশ বিদেশি উপগ্রহগুলো ন্যানো বা ছোট।

৮৩ টির সব গুলি  উপগ্রহ একক কক্ষপথে স্থাপন করা হবে, আর তাই সেখানে এই রকেটে কোনো সুইচিং বন্ধ হবে না।

তিনি আরো বলেন, প্রস্তাবিত এই মিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে একই কক্ষপথে সবগুলো উপগ্রহকে নিক্ষিপ্ত না করা পর্যন্ত রকেটকে ধরে রাখা।

এই রেকর্ড গড়ার জন্য ‘ইসরো’ তাদের পোলার স্যাটেলাইট উক্ষেপণ করার এক্সট্রা লার্জ (পি এস এল ভি -এক্সএল)  বাহন ব্যবহার করবে।

ইসরো যে এই প্রথম একাধিক উপগ্রহ উৎক্ষেপণ করছে তা নয়, এর ইতিহাসে আগেও বেশ কয়েকবার এমন রেকর্ড রয়েছে।

শশিভূষণের তথ্য মতে, পিএসএলভি -এক্সএল মহাশূন্যে প্রায় ১৬০০ কেজি ওজন হ্রাস করতে পারবে।

অবশ্য, শশিভূষণ অপ্রকাশিত এই চুক্তির কথা  তুলে ধরে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত  ক্লায়েন্টদের নাম জানাতে অস্বীকার করেন। যাদের উপগ্রহগুলো তারা অরবিটে স্থাপন করবে।

তবে তিনি বলেছেন, অন্তর্ভূক্ত এসব স্যাটালাইটের মধ্যে কিছু ক্লায়েন্টের স্যাটালাইট তারা অতীতে কক্ষপথে পাঠিয়েছে।

এদিকে ইসরো  তাদের নিজস্ব ক্রায়োজেনিক ইঞ্জিনের মাধ্যমে উচ্চ উচ্চতায় পরীক্ষার কাজ পরিচালনা করছে। শক্তিশালী জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট উৎক্ষেপণের বাহনটির ক্ষমতা নিয়ে তারা অনেক আশাবাদী।

আসছে জানুয়ারীতে এই রকেট উড়ানোর দিন নির্ধারণ করেছে ইসরো।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএলএ/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।