ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস সদস্য নির্দেশিকা প্রকাশনার সমঝোতা চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিসিএস সদস্য  নির্দেশিকা প্রকাশনার সমঝোতা চুক্তি

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস)  সঙ্গে এফ এফ ট্রেড কমিউনিকেশনের  ‘বিসিএস সদস্য নির্দেশিকা ২০১৭’ প্রকাশনা বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

বিসিএস এর মহাসচিব  ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং এফ এফ ট্রেড কমিউনিকেশনের স্বত্তাধিকারী মো. আজম হোসাইন  চুক্তিপত্রে সই করেন।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতি কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুসারে, এফ এফ ট্রেড কমিউনিকেশন বিসিএস সদস্যদের হালনাগাদ তথ্য সম্বলিত উক্ত নির্দেশিকার ১ হাজার ৫০০ কপি আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রস্তুত করে বিসিএসকে হস্তান্তর করবে।

নির্দেশিকা প্রস্তুতের সম্পূর্ণ খরচ বহনসহ বিজ্ঞাপন সংগ্রহ নিজ দায়িত্বে সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে সদস্যদের হালনাগাদ তথ্য সরবরাহ এবং চূড়ান্ত অনুমোদন দেবে বিসিএস।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।