ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশজুড়ে মেয়েদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
দেশজুড়ে মেয়েদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং

বিশেষকরে  কম্পিউটার প্রোগ্রামিংয়ে মেয়েদের আগ্রহী করে তোলা এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের হার বাড়ানোর জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে দেশের ১৫টি স্থানে প্রোগ্রামিং প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

গ্রেস হপার গার্লস ‌প্রোগ্রামিং ক্যাম্প নামের এ আয়োজন গত ৩ নভেম্বর ময়মনসিংহ ফ্রিল্যান্স আইটি একাডেমিতে শুরু হয়ে শেষ হয়েছে শনিবার (৫ নভেম্বর)।

গত ৪ নভেম্বর থেকে শরিয়তপুর জেলায় জেডশিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ে চলছে দ্বিতীয় ক্যাম্পটি। ৩ দিনব্যাপী এ ক্যাম্পে হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য তৈরি করা হচ্ছে।

দেশব্যাপী এই ক্যাম্পের সমন্বয়কারী বিডিওএসএনের কর্মসূচী সমন্বয়কারী আল রাব্বী জানান, "বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও প্রোগ্রামিংয়ে প্রতিযোগিতায় মেয়েদের অংমগ্রহণের হার এখনো অপ্রতুল।

তাদের মধ্য থেকে প্রতিযোগিতার ভয় কাটানো এবং প্রোগ্রামিংয়ে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য এই আয়োজন। "

বিডিওএসএন সূত্র মতে, গত বছর থেকে #missingdaughter নামে বিজ্ঞান ও প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়।

সেই থেকে চলতি বছরের এই সময় পর্যন্ত একাধিত কর্মশালা, ক্যাম্প, ক্যারিয়ার ক্যাম্প ও ইন্টার্নশীপের মাধ্যমে মেয়েদের টেকনোলজিতে আগ্রহী করার উদ্যোগ চলমান রয়েছে।

এ ব্যাপারে বিডিওএসএনের সহ-সভাপিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিভাগের প্রধান লাফিফা জামাল জানান, এক বছরের চেষ্টায় এবারের আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা সাইটে মেয়েদের অংশগ্রহণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

গত বছর যেখানে  হাতে গোণা কয়েকটা মেয়েদের দল ছিল, এবার সেখানে ১২৯টি  দল অংশ নিয়েছে।

আগামী ১০ থেকে ১২ নভেম্বর খুলনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রামে ইন্ডিপেন্ডেড বিশ্ববিদ্যালয়ে পরবর্তী তিনটি ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এছাড়া পর্যায়ক্রমে রাজশাহী, রংপুর, পাবনা, কুমিল্লা, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, টাঙ্গাইল, বরিশাল, গাজীপুর ও নোয়াখালীতে পরবর্তী ক্যাম্প সমূহ অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে অংশ নিতে আগ্রহীরা http://bit.ly/2fmew2h এই ঠিকানায় গিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।