ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিশুদের কোডিং শেখাতে কোড ক্লাব যুক্তরাজ্যের সাথে ইজেনারেশন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
শিশুদের কোডিং শেখাতে কোড ক্লাব যুক্তরাজ্যের সাথে ইজেনারেশন

বাংলাদেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদাতা ও পরামর্শক প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড এবং শিশুদেরকে কোডিংয়ে, কম্পিউটার সায়েন্স ও ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী করে তোলার অলাভজনক সংস্থা ‘কোড ক্লাব যুক্তরাজ্য’ সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে।
 

বাংলাদেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদাতা ও পরামর্শক প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড এবং শিশুদেরকে কোডিংয়ে, কম্পিউটার সায়েন্স ও ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী করে তোলার অলাভজনক সংস্থা ‘কোড ক্লাব যুক্তরাজ্য’ সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, ইজেনারেশন লি. স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেশের প্রতিটি শিশুকে কোডিং শেখার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগকে দেশব্যাপী ছড়িয়ে দিতে সব ধরনের সহযোগিতা দেবে কোড ক্লাব যুক্তরাজ্যকে।

এ বিষয়ে ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান বলেন, ছোটবেলা থেকেই শিশুদেরকে কোডিং শেখার সুযোগ করে দিলে তারা আগামীতে একদিকে যেমন দক্ষ ডেভেলপার হয়ে উঠবে অন্যদিকে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলতে পারবে। তৈরি করতে পারবে বিশ্বজয়ী কোনো অ্যাপস, ওয়েবসাইট কিংবা ডিজিটাল উদ্যোগ। এই চুক্তির মাধ্যমে সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে উভয় প্রতিষ্ঠান।

কোড ক্লাব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শাজাহান মিয়া  ইজেনারেশনের সাথে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করে বলেছেন, যারা ইতিমধ্যে বাংলাদেশ সরকার ও দেশের তরুণদের জন্য চমৎকার কিছু কাজ করছেন। তাদের সাথে মিলে আমরা সব ব্যাকগ্রাউন্ড থেকে তরুণদের কোড শেখার সুযোগ দিয়ে এবং পরবর্তী প্রজন্মের ডিজিটাল উদ্যোক্তা গড়ে তুলতে সাহায্য প্রদান করার চেষ্টা করবো।

প্রসঙ্গত, ইজেনারেশন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবস্থাপনা পরামর্শ, প্রযুক্তিগত সেবা প্রদানকারী এবং আউটসোর্সিং প্রতিষ্ঠান। এটি ব্যবসার বিভিন্ন খুঁটিনাটি বিষয় অনুধাবন করে যথোপযুক্ত ব্যক্তি, দক্ষতা এবং প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে পরিমিত ব্যয়ে অন্য প্রতিষ্ঠানগুলোর সাথে পাল্লা দিয়ে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে।

কোড ক্লাব যুক্তরাজ্য বিশ্বের ৮০টিরও বেশি দেশে ৬০০০ এরও উপর ক্লাব পৌছে দিয়েছে। এখন বাংলাদেশের উঠতি প্রজন্মকে তাদের এই প্রচেষ্টায় যুক্ত করার মধ্য দিয়ে উন্নতির পথে অগ্রসরে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।