ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের ভুলে মৃত হলেন জাকারবার্গসহ অনেকে!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ফেসবুকের ভুলে মৃত হলেন জাকারবার্গসহ অনেকে!

শুক্রবার বিশ্বের নানা প্রান্তের মানুষ ফেসবুকে ঢুকে একবার হলেও বড়সর একটা ধাক্কা খেয়েছিলেন তাতে কোন সন্দেহ নেই। কারণ সামাজিক মাধ্যমটি তখন ভারাক্রান্ত, ফেসবুক স্রষ্ট্রা জাকারবার্গসহ আরও অনেক মানুষের হঠাৎ মৃত্যু নিয়ে। 

শুক্রবার বিশ্বের নানা প্রান্তের মানুষ ফেসবুকে ঢুকে একবার হলেও বড়সর একটা ধাক্কা খেয়েছিলেন তাতে কোন সন্দেহ নেই। কারণ সামাজিক মাধ্যমটি তখন ভারাক্রান্ত, ফেসবুক স্রষ্ট্রা জাকারবার্গসহ আরও অনেক মানুষের হঠাৎ মৃত্যু নিয়ে।

 

তবে সেই ঘোর কাটাতে বেশীক্ষণ সময় নেয়নি ফেসবুক, কেননা এসবই হয়েছিল ফেসবুকের কারিগরি ত্রুটির জন্য।  

বিবিসি’র খবরে জানানো হয়, শুক্রবার হঠাৎ করেই ফেসবুকের অনেক ব্যবহারকারীর প্রোফাইল, মৃত ব্যবহারকারীর প্রোফাইলে রুপ নেয়। ওইসব প্রোফাইলের উপর রিমেমবারিং বা স্মরণীয় বার্তা ঝুলতে দেখা যায়। ওইসব অভাগাদের মধ্যে ছিলেন ফেসবুক সিইও জাকারবার্গও।  

তার প্রোফাইলের স্মরণীয় বার্তায় বলা হয়, মার্ককে যারা ভালবাসেন তারা তার কোনকিছু শেয়ার করে তাকে স্মরণ ও তার জীবনকে উদযাপন করতে পারবেন বলে আমরা আশা করছি।

এদিকে অনেক ব্যবহারকারী তাদের প্রোফাইলে স্মরণীয় বার্তা ঝুলতে দেখে নিজেরাই পোষ্ট দেন যে, তারা আসলে মারা যাননি, তারা এখনো বেঁচে আছেন।

কেটি রজার নামের এক ব্যবহারকারী নিউইয়র্ক টাইমসকে অভিযোগ জানিয়ে বলেন, ফেসবুক কেন আমাকে মৃত বলছে? প্রথমত বিষয়টি নিয়ে আমি খুবই রুষ্ট আর দ্বিতীয়ত আমি মারা যাইনি এখনো বেঁচে আছি।

বিষয়টি নিয়ে ফেসবুকের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, এটা ছিল ভয়ানক একটা ত্রুটি। তবে এখন আমরা এটা ঠিক করে দিয়েছি। আমরা খুবই দু:খিত এমনটি হওয়ার জন্য।

প্রসঙ্গত, মেমোরিয়াল ফিচারটি ফেসবুক সর্বপ্রথম ২০১৫ সালে নিয়ে আসে। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা মৃত্যুর পর তার পেজ কিংবা প্রোফাইলকে স্মরণীয় করে রাখার নির্দেশ দিয়ে যেতে পারেন। অথবা কেউ চাইলে তার প্রোফাইলকে ডিলিট করার কথাও বলতে পারেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।