নবীন শিক্ষার্থীদের উপযোগী এই বইয়ে আলোচনা করা হয়েছে জাভা প্রোগ্রামের ইতিহাস, সিনট্যাক্স, কন্ট্রোল ফ্লো, লুপিং ও ব্রাঞ্চিং থেকে শুরু করে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, এক্সেপশন হ্যান্ডেলিং, জেনেরিকস, কালেকশন ফ্র্রেমওয়ার্ক, ইউনিট টেস্টিংসহ আরো বিভিন্ন বিষয় নিয়ে।
‘জাভা প্রোগ্রামিং’ নামক এই বইয়ের লেখক আ ন ম বজলুর রহমান বর্তমানে সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ভ্যানটেস ল্যাবস, এলএলসি-তে।
বইটি অনলাইনে সংগ্রহ করা যাবে http://rokomari.com/book/ 129165/ লিঙ্ক থেকে।
এছাড়া ঢাকার নীলক্ষেতের হক লাইব্রেরী, মানিক লাইব্রেরী ও রানা বুক পাবলিশার্সে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসজেডএম