ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইওটি’র উপর টেকনিক্যাল সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
আইওটি’র উপর টেকনিক্যাল সেমিনার আইওটি’র উপর টেকনিক্যাল সেমিনারে বক্তা ও অংশগ্রহণকারীরা

আইওটি নিয়ে ‘টেকনিক্যাল সেমিনার’র আয়োজন করে বাংলাদেশ ইনোভেশন ফোরাম।

সোমবার ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে আয়োজিত এই সেমিনারে রোবটিক্স, আইওটি এবং অগমেন্টেড রিয়েলিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

এ সময় তারা বলেন, আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেট সংশ্লিষ্ট পণ্যের ব্যবহার বাড়ছে।

প্রযুক্তির ভাষায় এ ডিভাইসগুলোকে বলা হয় ‘ইন্টারনেট অব থিংস’ বা ইন্টারনেট সংশ্লিষ্ট পণ্য।

ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী সেবা সরবরাহে নতুন ‘ইন্টারনেট অব থিংস’ ইউনিট আইওটি এখন সম্ভাবনার নতুন দ্বারের সৃষ্টি করছে। এছাড়া বিশ্বব্যাপী রোবটিক্স এর প্রভাব এবং অগমেন্টেড রিয়েলিটিতে  যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে সে বিষয়ে আলোকপাক করেন তারা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের আইআইসিটি‘র রিসার্চ এন্ড ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার জুবায়ের আল বিল্লাল খান, লিডস কর্পোরেশন লিমিটেডের অ্যানালিটিক্স এন্ড ইনোভেশনের প্রজেক্ট ম্যানেজার শামসুল হক এবং রাইজআপ ল্যাবসের মোবাইল গেম ডেভলপার ইমরান হোসেন।

সেমিনারটি আয়োজনে সহযোগি হিসেবে ছিলো ডাটা সফট, লিড সফট, রাইজআপ ল্যাবস, স্পেস অ্যাপস বাংলাদেশ এবং ইএমকে সেন্টার।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।