ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের ক্যাম্পে টেলিটকের বুথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের ক্যাম্পে টেলিটকের বুথ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম -ছবি- দীপু মালাকার

ঢাকা: রোহিঙ্গাদের স্বল্প খরচে যোগাযোগের জন্য কক্সবাজারের প্রতি ক্যাম্পে টেলিটকের বুথ স্থাপন করবে সরকার। আগামী তিনদিনের মধ্যে ওই এলাকায় টেলিটকের টুজি নেটওয়ার্ক নিশ্চিত করা হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিটিআরসি ভবনে রোহিঙ্গা শরণার্থীদের কাছে মোবাইল সিম বিক্রি সংক্রান্ত সভা শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম একথা জানান।

যারা নিবন্ধিত সিম রোহিঙ্গাদের হাতে তুলে দিয়েছেন তাদের শাস্তির মুখোমুখি হতে হবে জানিয়ে তারানা বলেন, তাদের (রোহিঙ্গা) কাছে যে অপারেটরের সিম পাওয়া যাবে, নিয়মানুযায়ী তাদের জরিমানা করা হবে।

টেলিটক থেকে আপাতত লোকাল কল করতে পারবেন রোহিঙ্গারা। আর এ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করতে যাবেন তারান হালিম।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।