ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্লোবাল সোর্সেস ইলেট্রনিক্স মেলায় অংশ নিচ্ছে হান্টকি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
গ্লোবাল সোর্সেস ইলেট্রনিক্স মেলায় অংশ নিচ্ছে হান্টকি হান্টকি

ঢাকা: বিশ্বের অন্যতম সেরা ইলেট্রনিক্স পণ্য প্রতিষ্ঠান হান্টকি হংকংয়ে গ্লোবাল সোর্সেস ইলেট্রনিক্স মেলায় অংশ নিচ্ছে।

আগামী ১১ থেকে ১৪ অক্টোবর এ মেলা অনুষ্ঠিত হবে। ৮এ০২ নম্বর বুথে হান্টকির স্টল থাকছে।

যাতে পাওয়া যাবে প্রতিষ্ঠানটির অত্যাধুনিক সব পণ্য।

গ্লোবাল সোর্সেস ইলেট্রনিক্স মেলা বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রদর্শনী। এতে বিভিন্ন দেশ থেকে মানুষজন অংশ নেন। তারা আধুনিক উদ্ভাবন সম্পর্কে খোঁজ-খবর নেন।

মেলায় হান্টকি নতুন কিছু পণ্য নিয়ে আসছে। যেগুলো ক্রেতা টানবে বলে ধারণা করা হচ্ছে।

তারা আনছে দুই ধরনের ম্যাজিক কিউব। আরও থাকছে ওয়্যারলেস চার্জার (আইফোন-৮-এও চার্জ নেবে)।

সাদা চোখে দেখে মনে হতে পারে ছোটখাটো সব ইলেট্রনিক্স ডিভাইসই এক। কিন্তু এই পাওয়ার স্ট্রিপ বা ইলেট্রনিক্স ডিভাইসের বাছাই ভুলেই নষ্ট হয়ে যেতে পারে আপনার সাধের মূল ইলেকট্রিক ডিভাইসটিই। তাই আধুনিক বৈশিষ্ট্যের সব উপাদান নিশ্চিত করেই বাজারে ছাড়া হচ্ছে হান্টকি এন্টারপ্রাইজ গ্রুপের পণ্য।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।