ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইন ক্যালকুলেটরে আয়করের হিসাব

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
অনলাইন ক্যালকুলেটরে আয়করের হিসাব

আগামী ৩০ সেপ্টেম্বর আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে। হাতে আর মাত্র ক’দিন।

তাই স্বল্প সময়ে এবং সহজেই নিজের আয়করের পরিমাণ হিসাব করে নেওয়া যেতে পারে অনলাইন ট্যাক্স ক্যালকুলেটর। এরই মধ্যে ন্যাশনাল বোর্ড অব রেভেনিউ (এনবিআর) এ ক্যালকুলেটর তৈরি করেছে।

আগ্রহীরা www.nbrtaxcalculatorbd.org নামের ওয়েবসাইট থেকে নিজের আয়করের হিসাব প্রস্তুত করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই বেড়িয়ে আসবে প্রদেয় আয়করের হিসাব। এখনও আয়করের হিসাব না করে থাকলে চটজলদি অনলাইনে করে ফেলতে পারেন আপনার আয়করের হিসাব।

অনলাইন ট্যাক্স ক্যালকুলেটরে আয়করের হিসাব করায় এখন আর কাউকে কোনো আয়কর কর্মকর্তার কাছে ছোটাছুটি করতে হবে না। আগ্রহীরা অনলাইনে বসেই খুব সহজে নিজের আয়করের হিসাবটি করে নিতে পারবেন। যারা নিজের আয়কর বিবরণী প্রস্তুত করতে দক্ষ নয় তারাও খুব সহজেই নিজের আয়কর বিবরণী প্রস্তুত করতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।