ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সর্বনিম্ন রিচার্জ লিমিট বাড়াল গ্রামীণফোন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ২, ২০২২
সর্বনিম্ন রিচার্জ লিমিট বাড়াল গ্রামীণফোন

ঢাকা : টেলিকম অপারেটর গ্রামীণফোন তাদের সর্বনিম্ন মোবাইল রিচার্জের লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে।

শুক্রবার (১ জুলাই) গ্রামীণফোন ইনফো থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানায় টেলিকম অপারেটরটি।

নতুন লিমিট করা হলেও গ্রাহকরা এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো কিনতে পারবেন। এছাড়া, ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুদিন এবং তিনদিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে বলে এক বিবৃতিতে জানায় গ্রামীণফোন।

এর আগে, বুধবার (২৯ জুন) ‘মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায়’ দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে সেখানে জানানো হয়েছে। এর মধ্যেই নতুন সিদ্ধান্ত জানাল অপারেটরটি।

উল্লেখ্য, এই প্রথম বাংলাদেশে কোনো টেলিকম অপারেটর স্বাধীনভাবে মোবাইল রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করল।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২ জুলাই ২০২২
এমকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।